
যৌন হেনস্থা মামলায় বড় স্বস্তি পেলেন উত্তর প্রদেশের দাপুটে বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ-কুস্তি কর্তা ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)। একটা সময় গোটা দেশ উত্তাল হয়েছিল কুস্তি ফেডারেশনের (WFI) প্রধান তথা সেই সময় বিজেপির দাপুটে সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার ঘটনায়। নিজের পদের অপব্যবহার করে দেশের মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করেছেন ব্রিজভূষণ, এমন অভিযোগ করে অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক সহ বহু কুস্তিগীর, সাধারণ মানুষ বড় আন্দোলনে নেমেছিলেন। বহু দিন ধরে চলেছিল কুস্তিগীরদের সেই আন্দোলন।
ব্রিজভূষণের বিরুদ্ধে বড় আন্দোলন হয়
ব্রিজভূষণের পদত্য়াগ ও গ্রেফতারির দাবিতে দিল্লিতে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের লাঠিও খেয়েছিলেন অলিম্পিয়ান সাক্ষী মালিক, ভিনেশ ফোগাতরা। সেই ব্রিজভূষণ পকসো মামলায় বেকসুর খালাস পেয়ে গেলেন। দিল্লি পুলিশের ক্লোজার রিপোর্টে যৌন হেনস্থা নিয়ে প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ বাতিল করা হল। দিল্লির আদালত দিল্লি পুলিশের এই ক্লোজার রিপোর্ট স্বীকার করে নিল। ফলে এই মামলা থেকে রেহাই পেয়ে গেলেন ব্রিজভূষণ।
দেখুন খবরটি
Delhi Court accepts closure report filed by Police in the POCSO case filed against former Wrestling Federation of India (WFI) chief Brij Bhushan Sharan Singh.
— ANI (@ANI) May 26, 2025
ব্রিজভূষণের ছেলেকে টিকিট দিয়ে জিতিয়ে এনেছে বিজেপি
২০২৩ সালের এপ্রিলে ব্রিজভূষণের বিরুদ্ধে ১৭ বছরের এক তরুণী কুস্তিগীরকে যৌন হেনস্থার অভিযোগে POCSO মামলায় পকসো মামলায় দিল্লি পুলিশের ক্লোজার রিপোর্ট গ্রহণ করল আদালত। যৌন হেনস্থায় নাম জড়ানোয় গত লোকসভা নির্বাচনে ব্রিজভূষণকে প্রার্থী করেনি বিজেপি। তবে উত্তর প্রদেশের কাইসেরগঞ্জে ব্রিজভূষণের ছেলে করণ ভূষণ সিংকে প্রার্থী করেছিল পদ্মশিবির। যোগী রাজ্যে লোকসভা ভোটে ভরাডুবি হলেও কাইসেরগঞ্জে বড় ব্যবধানেই জিতেছিলেন ব্রিজভূষণের ছেলে।