বিদেশি ফান্ডের অভিযোগে দিল্লিতে বেশ কিছু সাংবাদিকের বাড়িতে দিল্লির পুলিশের হানার ঘটনায় এবার মুখ খুলল কংগ্রেস। এই বিষয়টিকে তারা জাতিগত জনগননার থেকে মোড় ঘোরানোর জন্যই এমনটা করা হচ্ছে বলে দাবি জানিয়েছে কংগ্রেস।
তাদের দাবি সম্প্রতি বিহারে জাতিগত জনগননার রিপোর্ট পেশ হয়েছে, এই রিপোর্টে বিস্ফোরক কিছু তথ্য প্রকাশিত হয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে পবন খেরা জানান, "যখন থেকে গতকালের বিহারের জাতিগত জনগননার রিপোর্ট প্রকাশ হয়েছে। দেশ জুড়ে জাতিগত গননার দাবি উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রীর ঘুম হারিয়ে গেছে।"
সম্প্রতি প্রকাশ হয়েছে জাতিগত গননার কাজ। সেখানে বিহারে ৬৩ শতাংশ অনগ্রর শ্রেণী সম্প্রদায়ের। এর থেকেও অতিরিক্ত অনগ্রসর শ্রেণীভুক্ত সম্প্রদায়ের আওয়ায় রয়েছেন ৩৬ শতাংশ মানুষ। এছাড়া জেনারেল কাস্টের তালিকায় রয়েছেন ১৫ শতাংশ মানুষ। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
#Congress slammed #BJP-led Centre after the searches at premises of several journalists in #Delhi, dubbing action as “distraction tactic”, and said that the raids come as a fresh diversion from the explosive findings of caste survey in #Bihar and growing demand for caste census… pic.twitter.com/1TwK4fq8xP
— IANS (@ians_india) October 3, 2023