নয়াদিল্লিঃ ফের এক ছবি। সাত সকালে রাস্তায় নামলেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা(CM Atishi Marlena)। সোমবার ওখলা অঞ্চলের রাস্তা পরিদর্শনের পর মঙ্গল সকালে ঘুরে দেখলেন দিল্লির(Delhi) সরাই কালে খানের রাস্তাঘাট। মূলত এই অঞ্চলের রাস্তাঘাটের অবস্থা পরিদর্শন করতেই গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন সৌরভ ভরদ্বাজ সহ সরকারের বেশকিছু উচ্চচপদস্থ কর্তারা। দিল্লির মসনদে বসেই রাস্তায় নেমেছেন অতিশী। সাধারণ মানুষের কী প্রয়োজন তা নিজেই দেখভাল করতে চাইছেন। দিল্লিবাসীকে এ সব পরিষেবা থেকে কেউ বঞ্চিত করতে পারবে না বলে, এ দিন বিজেপিকে আক্রমণ করেন অতিশী। মঙ্গল সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বিজেপি অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করিয়েছিল দিল্লির মানুষকে বিপাকে ফেলতে এবং দিল্লির সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ করতে। অরবিন্দ কেজরিওয়ালকে ষড়যন্ত্র করে জেলে বন্দি করা হয়েছিল। তাদের একটাই লক্ষ্য ছিল দিল্লির জনগণের জন্য যে কাজ আপ সরকার করছে তা কোনওভাবে বন্ধ করা। কিন্তু বিজেপির এই ষড়যন্ত্র সবদিক দিয়ে ব্যর্থ হয়েছে। তাঁর নির্দেশে দিল্লির অনেক জায়গায় রাস্তা ভাঙা হয়েছে আইজিএলের পরে মেরামত করা হয়েছে। লাইন বসানো হয়েছে। বৃষ্টির কারণে অনেক রাস্তাও ভেঙে গিয়েছে, তাই দিল্লি সরকারের মন্ত্রিসভা এবং সমস্ত বিধায়করা তাঁদের নিজ নিজ এলাকায় পরিদর্শন শুরু করবেন এবং এই পরিদর্শনের ভিত্তিতেই কাজ শুরু হবে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সব জায়গায় রাস্তা মেরামতের কাজ শুরু হবে।"
মঙ্গলেও অ্যাকশন মুডে অতিশী, ফের নামলেন রাস্তায়
#WATCH | Delhi CM Atishi inspects the condition of roads in the Sarai Kale Khan area. Delhi Minister Saurabh Bharadwaj is also present pic.twitter.com/nplcvdJQys
— ANI (@ANI) October 1, 2024
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
#WATCH | Delhi CM Atishi says, "BJP arrested Arvind Kejriwal to harass the people of Delhi and stop the work in Delhi. Arvind Kejriwal was put in jail. Their conspiracy was to somehow stop the work that the Delhi government was doing for the people of Delhi. But this conspiracy… pic.twitter.com/zUjkWECmSy
— ANI (@ANI) October 1, 2024