দিল্লি, ২১ ডিসেম্বর: ইডির (ED) সমনের বিরুদ্ধে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) । বেআইনি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে সমন পাঠিয়েছে। এমনই মন্তব্য করেন আম আদমি পার্টির প্রধান। তিনি বলেন, ইডি যদি আইনিভাবে সমন পাঠায়, তাহলে তা গ্রহণ করতে তিনি প্রস্তুত। কিন্তু এবারে তা হয়নি। ইডি বেআইনিভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ই তাঁকে সমন পাঠিয়েছে বলে দাবি করেন আপ প্রধান।
কেজরি আরও বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে সমন তাঁকে পাঠিয়েছে, তা তুলে নিতে হবে। গোটা জীবন তিনি সৎভাবে কাঠিয়েছেন। তাঁর জীবনে অস্বচ্ছতার কোনও অবকাশ নেই। তাই তাঁর কিছুই লুকনোর নেই বলেও মন্তব্য করেন কেজরিওয়াল। প্রসঙ্গত এই নিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে দ্বিতীয়বার নৌটিশ পাঠাল ইডি। দ্বিতীয়বারের নোটিশে ২১ ডিসেম্বরের মধ্যে তাঁর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দেওয়ার কথা।