মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১ এপ্রিল: যেসব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও নার্সরা করোনা আক্রান্ত রোগীর সেবা করছেন, দুর্ভাগ্যবশত তাঁদের মৃত্যু হলে পরিবার পিছু ১ লক্ষ টাকা দেওয়া হবে। বুধবার এই ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই সুবিধা পাবেন সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালে কর্মরত চিকিৎসা কর্মীদের পরিবারের সদস্য। দেশে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুমিছিলও। এই পরিপ্রেক্ষিতেই এমন ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, “কোভিড-১৯ রোগীকে পরিষেবা দিতে গিয়ে যদি কেউ প্রাণ হারান। তাঁদের কাজের প্রতি সম্মান দেখিয়ে শোকস্তব্ধ পরিবারকে এক কোটি টাকা দেওয়া হবে। সেই ব্যক্তি বেসরকারি হাসপাতাল না সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন, সেনিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই।”

বুধবার দিনও কেজরিওয়াল বলেছেন রাজধানীতে এখনও গোষ্ঠী সংক্রমণের কোনও চিহ্ন নেই। নিজামু্দ্দিন মার্কাজ প্রসঙ্গে তিনি বলেন লিউটেন্যান্ট গভর্নর অনিল বৈজলকে তিনি অনুরোদ করেছেন যাতে দিল্লি পুলিশ এই বিষয়ে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা রুজু করতে। দিল্লিতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৯৭, যার মধ্যে ২৪ জন ধর্মীয় সভায় যোগ দিয়ে মারণ রোগে সংক্রামিত হয়েছেন। আরও পড়ুন-Coronavirus Death Toll: মেরঠে করোনার বলি ৭২-এর বৃদ্ধ, এখনও পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ৪৯

এছাড়াও কেজরিওয়াল দিল্লির বাসিন্দাদের বলেছেন লকডাউনের কয়েকটা দিন মনকে শান্ত রাখতে ভগবত গীতার ১৮ নম্বর অনুচ্ছেদ পড়তে। তিনিও গোটা পরিবারের সঙ্গে তাই পড়ছেন। সহায়সম্বলহীনদের জন্য সরকারি স্কুলে থাকার ব্যবস্থার বন্দোবস্তের খবরও দেন মুখ্যমন্ত্রী।