Arvind Kejriwal (Photo Credit: Twitter)

দিল্লি, ৪  মার্চ: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) উত্তর দিলেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের উত্তর দিতে তিনি তৈরি। তবে ১২ মার্চের পর। ১২ মার্চের পর ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের প্রশ্নের উত্তর দিতে তিনি তৈরি বলে স্পষ্ট জানান দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Arvind Kejriwal Will Meet Mamata Banerjee: দিল্লি ইস্যুতে সমর্থন চাইতে দিদির দ্বারস্থ মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, মমতার সঙ্গে মঙ্গলবার কলকাতায় বৈঠকে কেজরি

দেখুন ট্যুইট...

 

প্রসঙ্গত এর আগে একাধিকবার ইডির তরফে দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছে। পরপর বেশ কয়েকবার কেজরিওয়ালকে ইডি নোটিশ পাঠালেও, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজির হননি দিল্লির মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ইডি তাঁকে 'বেআইনিভাবে' নোটিশ পাঠাচ্ছে বলেও অভিযোগ করেন কেজরি। পাশাপাশি ইডির নোটিশকে 'বেআইনি' দাবি করে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপেক্ষা করার কথা বলেন আপ প্রধান।

এবার বেশ কয়েকবার নোটিশের পর ইডিকে জবাব দিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং ১২ মার্চের পর তিনি কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের মুখোমুখি হবেন বলে জানিয়ে দেন।

লোকসভা নির্বাচনের আগে সত্যেন্দ্র জৈন, মণীশ শিশোদিয়ার মত আপের ২ হেভিওয়েট নেতা জলে। ফলে পরপর দুই নেতার পর এবার অরবিন্দ কেজরিওয়ালকে ইডির নোটিশের জেরে রাজনৈতিক মহলে জৌর চর্চা শুরু হয়েছে।