INX Media Case: আদালতের নির্দেশে ৫ দিনের সিবিআই হেফাজতে পি চিদম্বরম
পি চিদম্বরম(Photo Credit: ANI)

দিল্লি, ২২ আগস্ট: গোটা রাত সিবিআই  (CBI) দপ্তরে কাটানোর পর দিনে টানা তিনঘণ্টা দুঁদে অফিসারদের জেরার মুখে কাটাতে হল প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে (P Chidambaram)। তারপর সোজা পৌঁছালেন সিবিআই আদালতে। সূত্রের খবর অনুযায়ী পি চিদম্বরমকে পাঁচ দিনের হেফাজতে পেয়েছে সিবিআই। এদিন আদালতে হাজির ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী নলিনি চিদম্বরম ও ছেলে কার্তি (Karti)। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ দিল্লি পৌঁছেছেন চিদম্বরমের ছেলে কার্তিও। শোনা যাচ্ছে, তাঁকে বাবার মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই। তবে সিবিআইয়ের ডাকেই তিনি দিল্লি এসেছেন কি না তা জানা যায়নি।  দিল্লি বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের তিনি জানান, কংগ্রেসকে টার্গেট করেই এই গ্রেপ্তারি। যন্তরমন্তরের সামনে এর প্রতিবাদ করবেন তিনি।

বুধবার রাতে গ্রেপ্তারির পর সিবিআইএর গেস্টহাউসের তিন নম্বর ঘরে পি চিদম্বরমের ঠাঁই মেলে।এই তিন নম্বর ঘর তাঁর তত্ত্বাবধানেই তৈরি হয়েছিল, যখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ঘর তৈরির পর নিজে তদানীন্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে ঘরটি ভালভাবে দেখে যান। গতকাল রাতে সিবিআই কর্তারা তাঁকে গ্রেপ্তারির পর স্বাস্থ্য পরীক্ষা করান, তারপর এই ঘরেই রাতে তাঁকে থাকতে দেওয়া হয়েছিল। বেলা নটা নাগাদ সিবিআই-এর দুঁদে অফিসাররা পি চিদম্বরমের জেরা শুরু করেন। তিন ঘণ্টা জেরা চলার পর বিকেল তিনটে বেজে ১৫ মিনিটে তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়। আরও পড়ুন-আইএনএক্স মিডিয়া মামলায় নয়া মোড়, চিদম্বরমের গ্রেপ্তারির পরেই বদলি তদন্তকারী অফিসার

উল্লেক্য, আইএনএক্স মিডিয়া  (INX Media)দুর্নীতির অভিযোগে পি চিদম্বরমের গ্রেপ্তারির আশঙ্কা আগেই তৈরি হয়েছিল। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে যায়। তারপর থেকেই তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পি চিদম্বরমের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে ইডি। অবশেষে দীর্ঘ ২৭ ঘণ্টা বেপাত্তা থাকার পর বুধবার রাতে প্রকাশ্যে আসেন প্রাক্তন অর্থমন্ত্রী। বুধবার রাত ৮টা নাগাদ দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে পৌঁছান তিনি। অভিষেক মনু সিঙ্ঘভি, গুলাম নবি আজাদ এবং কপিল সিবলের সঙ্গে সাংবাদিক বৈঠক করেন। তারপর বাড়ি ফিরে যান। সেই খোঁজ পেয়েই চিদম্বরমের বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে চিদম্বরমকে গ্রেপ্তার করেন সিবিআই আধিকারিকরা।