ফের দিল্লির আপ সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সম্মুখ সমর।আজ দিল্লিতে বাজেট পেশের কথা থাকলেও এই মুহূর্তে তা স্থগিত রয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মঙ্গলবার আপের দিল্লি সরকারের বাজেট পেশ স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বাজেট বন্ধ না করার অনুরোধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন।তিনি লিখেছেন-
"দেশের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো একটি রাজ্য বাজেট বন্ধ করা হয়েছে। আপনি কেন দিল্লির জনগণের উপর বিরক্ত? তার জবাব চিঠিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
Delhi CM Arvind Kejriwal wrote to PM Narendra Modi requesting him "not to stop the Delhi Budget"
"It is the first time in the country's 75-year history that a state budget has been stopped. Why are you upset with the people of Delhi," CM Kejriwal wrote in his letter to PM Modi… https://t.co/NrljN9I8xW pic.twitter.com/b3mi81sMeq
— ANI (@ANI) March 21, 2023
দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারের পরে গত মাসের শেষের দিকে অর্থ দফতরের ভার যায় কৈলাস গেহলটের হাতে।সোমবার রাতে নতুন অর্থমন্ত্রী কৈলাস গেহলট বলেন, ১৭ মার্চ দিল্লির মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। সেই সময় কিছু রহস্যজনক কারণের কথা বলা হয়। এরপর সোমবার দুপুর দুটোয় তাঁকে বলা হয় এবং সন্ধে ছটা নাগাদ ফাইল পাঠানো হয় বলে জানিয়েছেন তিনি। সেখানে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, মঙ্গলবার বিধানসভায় যেন ২০২৩-২৪ সালের বাজেট পেশ করা না হয়।