Delhi Blast: গত সোমবার দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত ডঃ উমর নবির ওপর কড়া ব্যবস্থা নেওয়া হল। জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় রীতিমতো নিয়ন্ত্রিত বিস্ফোরণ অভিযান চালাল নিরাপত্তা বাহিনী। শুক্রবার ধুলিসাৎ করে দেওয়া হল দিল্লির লাল কেল্লার সামনে বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত ডঃ উমর নবির বাড়ি। গোটা অভিযানের লক্ষ্য ছিল একটাই, দিল্লি বিস্ফোরণের মূল অভিযুক্ত উমর নবিকে ঘিরে থাকা সন্ত্রাসের-পরিকাঠামোকে সম্পূর্ণ ভেঙে দেওয়া।
কীভাবে চালানো হয় অভিযান
সূত্রের খবর, পুলওয়ামা জেলার ওই বাড়িটিকেই টার্গেট করে নিরাপত্তা বাহিনী। অঞ্চলে আগেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ‘কন্ট্রোলড ডেমোলিশন’ বা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমেই পুরো বাড়িটিকে উড়িয়ে দেওয়া হয়। ব্যবহৃত হয় শক্তিশালী আইইডি, যাতে অপারেশনে নির্দিষ্ট লক্ষ্যবস্তু নষ্ট হয়। অভিযানের পর আধিকারিকরা নিশ্চিত করেছেন, এটি ছিল 'স্ট্যান্ডার্ড প্রোটোকল' অনুযায়ী পরিচালিত উচ্চঝুঁকির ব্যবস্থা। লালকেল্লা বিস্ফোরণ মামলার তদন্তে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, দিল্লির বিস্ফোরণের নেপথ্যে উমর নবির ভূমিকা স্পষ্ট হওয়ার পরই এই পদক্ষেপ।
দেখুন উমর নবির পুলওয়ামার বাড়ি কীভাবে ভাঙা হল
Security forces have demolished the house of Delhi car blast accused Dr Umar Mohammad in south Kashmir’s Pulwama district
the house was demolished at around 2:30 am with an Improvised Explosive Device (IED) in Koil village of Pulwama.
More Details Awaited pic.twitter.com/sIJTHp4Xbv
— OSINT J&K (@OSINTJKL) November 14, 2025
শূন্য-সহনশীলতা নীতি
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই অভিযান বার্তা দিচ্ছে, সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে সরকারের শূন্য-সহনশীলতা নীতি বজায় থাকবে। সংবেদনশীল এলাকায় বাড়তি নজরদারি ও তদন্ত জারি থাকবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। এদিকে, দিল্লি বিস্ফোরণ নিয়ে তদন্ত এগিয়ে চলছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সন্ত্রাসের শিকড় যত গভীরেই হোক, ধীরে ধীরে সব কটি স্তর তুলে আনা হবে।