দিল্লিতে ঘন কুয়াশার কারণে ব্যহত হল বিমান পরিষেবা। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশন্যালএয়ারপোর্টে ছাড়তে দেরি হয় বহু বিমান। বিমানবন্দরের ফ্লাইট ডিসপ্লে থেকে জানা গিয়েছে, মোট ১১ টি আর্ন্তজাতিক ফ্লাইট এবং ৫ টি ডোমেস্টিক ফ্লাইট ঘন কুয়াশার কারণে দেরিতে ছেড়েছে।
যদিও কুয়াশার কারণে রেলমন্ত্রকের তরফে ট্রেন দেরিতে ছাড়ার কোন খবর পাওয়া যায়নি। ভারতীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, পালামের কাছে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সফদরজংয়ে তা ছিল ১২.২ ডিগ্রি সেন্টিগ্রেড।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে আগুন জ্বালিয়ে ঠান্ডা থেকে বাঁচতে দেখা দিয়েছে অনেককে। এছাড়াও দিল্লি এইমসে অনেককে দেখা গিয়েছে ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে।
দিল্লিতে গড়পড়তা বাতাসের গুনমানের পরিমান খুব খারাপ বলে চিহ্নিত করেছে 'সফর'। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে বিগত তিনদিন ধরে উত্তর ভারতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
Fog disrupts Delhi airport operations; 11 international, 5 national flights delayed
Read @ANI Story | https://t.co/5ocSnqqbal#DelhiAirport #Delhi #Fog #Smog #AQI #DelhiWinter pic.twitter.com/FnvxAHymEF
— ANI Digital (@ani_digital) December 23, 2023