বায়ুদূষণে দেশের রাজধানী দিল্লি মুখ ঢেকেছে। দূষণের আস্তরণের চাদরে ঢাকা পড়ায় সকালেও দিল্লিতে রাস্তার সব আলো জ্বালিয়ে রাখতে হচ্ছে। পড়ুয়াদের স্বাস্থের কথা ভেবে দিল্লির সব স্কুল আগামী দু দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বাড়ি তৈর কাজ বন্ধ, বড় গাড়ি ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খুব সম্ভবত, বেশ কিছু অফিসে 'ওয়ার্ক ফ্রম হোম' চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। দূষণের হাত থেকে বাঁচতে সকাল থেকে দিল্লির বিভিন্ন জায়গায় জল দেওয়া হচ্ছে। তবে তাতে কতটা লাভ হচ্ছে তা বলা কঠিন।
দিল্লিবাসীদের মধ্যে অনেকেই অভিযোগ করছেন, দূষণের তাদের শরীর খারাপ লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে কিছুটা দূর থেকেও দিল্লির ইন্ডিয়া গেট নজরে আসছে না। দূষণের চাদরে ঢাকা পড়ায় ইন্ডিয়া গেট 'হাওয়া' হয়ে গিয়েছে।
দেখুন ছবিতে
Once upon a time, here stood the India Gate. Then, politics happened and the rest is history. 👇🏽 pic.twitter.com/fFSPoT4x7z
— Prashant Kumar (@scribe_prashant) November 3, 2023
মাত্রাতিরক্ত দূষণের (pollution) জেরে জেরবার দিল্লিবাসী। বৃহস্পতিবার বিকেলে পরিস্থিতি চরমে ওঠে। যা দেখে মধ্যপ্রদেশের নির্বাচনী কর্মসূচি সেরে দিল্লি (Delhi) ফিরেই রাজ্যের সমস্ত সরকারি (government) ও বেসরকারি প্রাথমিক স্কুল (private primary schools) বন্ধ রাখার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।