নতুন দিল্লি, ৭ জুন: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ৷ তবে বিভিন্ন রাজ্যে লকডাউন চলায় সংক্রমণের শৃঙ্খল ভাঙা সম্ভব হয়েছে৷ এর মধ্যেই চলছে টিকাকরণ৷ এখনও পর্যন্ত দেশের ২৩ কোটিরও বেশি জনগণ টিকার আওতায় এসেছে৷ তবে বেশিরভাগই টিকার একটি ডোজ পেয়েছেন৷ ১৮ ঊর্ধ্বরাও টিকা পাচ্ছেন৷ এবার শিশুদের টিকাকরণের লক্ষ্যে শুরু হল ট্রায়াল৷ গতকাল পাটনা এইমসে স্ক্রিনিং শুরু হয়৷ শিশুদের উপরে কোভ্যাক্সিনের ট্রায়াল উপলক্ষে আজ দিল্লি এইমসে শুরু হয়েছে স্ক্রিনিং৷ মূলত দেশের তৈরি প্রতিষেধক ব্যবহারেই প্রাধান্য দিয়েছেন চিকিৎসকরা৷ তাই শিশুদের শরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগ হবে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনে (Covaxin)৷ আরও পড়ুন-West Bengal Weather Update: ঘেমো গরম থেকে স্বস্তি! রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস
পাটনার এইমসে সম্প্রতি ১২-১৮ বছর বয়সী ছেলেমেয়ের শরীরে কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে৷ ডিসিজিআই-এর অনুমতি পাওয়ার পর আজ ৭ জন দিল্লির এইমসে ছেলেমেয়েদের করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগের আগে শুরু হল স্ক্রিনিং৷