সোনার দোকান থেকে আংটি চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক মহিলা। গত বৃহস্পতিবার সকালে দেরাদুনের (Dehradun) পল্টনবাজার এলাকায় ঘটনাটি ঘটে। কর্মীরা দেখেই দোকান বন্ধ করে দেয়। খবর দেয় পুলিশে। ঘটনাস্থলে মহিলা পুলিশ এসে তল্লাশি করতে গেলে শুরু হয় ঝামেলা। কার্যত এক পুলিশকর্মীর চুলের মুটি ধরে মারধর করে অভিযুক্ত। আর এই নিয়ে বাকি মহিলা পুলিশকর্মী অভিযুক্তকে পাল্টা মারধর করেন। এরমধ্যে মহিলার অন্তর্বাসের মধ্যে থেকে উদ্ধার হয় সোনার আংটি।
সোনা চুরি করে পালানোর চেষ্টা করে অভিযুক্ত
সোনার আংটি উদ্ধার হতেই পুলিশদের হাতেপায়ে পড়ে অভিযুক্ত। জানা যাচ্ছে, ওই দোকানের ওপর কয়েকদিন ধরেই নজর রাখছিল অভিযুক্ত। এদিন সকালে সোনার গয়না কিনবে বলে দোকানে ঢোকে সে। তখনই একটি সোনার আংটি হাতসাফাই করে সে। আর ঘটনাটি দেখতে পায় আরেক কর্মী। সেই নিরাপত্তারক্ষীদের তড়িঘড়ি দোকান বন্ধের নির্দেশ দেন। অন্যদিকে মহিলা পালানোর চেষ্টা করেন।
দেখুন ভিডিয়ো
उत्तराखंड की राजधानी देहरादून क़े पलटन बाजार में सर्राफ की बड़ी दुकान पर गोल्ड की अंगूठियाँ चोरी करते एक युवती को पकड़ा गया। उसने यह 2 अंगूठी कही छिपा रखी थी। लेडीज पुलिस ने यह रिंग्स निकलवा ली। मगर वह तो पुलिस से ही भिड़ गई। जिसकी वीडियो वायरल हो रही है। pic.twitter.com/n4g1OKuEPS
— pelu chacha (@SoniyaK65017060) July 31, 2025
তদন্ত করছে পুলিশ
এরপরেই ঘটনাস্থলে পুলিশ এসে সোনার আংটি উদ্ধার করে। তাঁকে গ্রেফতারি করতে গেলে সে হাতজোর করে কাকুতি মিনতি করতে থাকে। পুলিশকে জানায়, তাঁর ছেলের অসুখের জন্য সে সোনা চুরি করতে গিয়েছিল। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে মহিলা কোনও চক্রের সঙ্গে জড়িত কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।