দেরাদুন, ১২ জুনঃ ভুয়ো’ সাধুদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে উত্তরাখণ্ড সরকার। এই অভিযানের নামকরণ করা হয়েছে ‘অপারেশন কালনেমি’ (Operation Kalnemi)। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির (Pushkar Singh Dhami) উদ্যোগে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অপারেশন কালনেমির অধীনে বড় সাফল্য পেল দেরাদুন পুলিশ। ২৫ জন 'ভণ্ড' সাধুকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন আবার বাংলাদেশি। শুক্রবার থেকে শুরু হয়েছে কানওয়ার যাত্রা (Kanwar Yatra)। তার ঠিক একদিন আগে থেকেই এই অভিযান শুরু করা হয়েছ। ১ মাস যাবত কানওয়ার যাত্রা চলাকালীন দেবভূমি উত্তরাখণ্ডে ধর্মের নামে বহু মানুষ গেরুয়া বস্ত্র পরে নিজেকে সাধুর পরিচয় দেবেন। মানুষকে প্রতারণা করবেন। তা রুখতেই মুখ্যমন্ত্রীর এই বিশেষ পদক্ষেপ।
দেহরাদুন থেকে ২৫ জন ভুয়ো সাধু গ্রেফতার
দেরাদুন পুলিশ জানাচ্ছে, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এই সমস্ত ভণ্ডরা জনসাধারণের মধ্যে মিশে থাকে। তাঁদের নির্মূল করার জন্য মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে এই অভিযান শুরু করা হয়েছিল। পুলিশ আরও জানাচ্ছে, ধৃতদের ধর্মীয় বা জ্যোতিষশাস্ত্রীয় জ্ঞান বা বৈধ নথিপত্র কোনটিই ছিল না। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-র (BNS) অধীনে ১৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার হওয়া ওই বাংলাদেশি নাগরিক ঢাকার টাঙ্গাইল জেলার বাসিন্দা ২৬ বছর বয়সী রুকন রাকাম ওরফে শাহ আলম নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে বিদেশি আইনে মামলা করা হয়েছে। অন্যান্য ধৃতরা উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং অসম সহ ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা। তাঁদের পরিচয় এবং বিভিন্ন তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে।
দেরাদুনে গ্রেফতার ২৫ জন ভুয়ো সাধু
VIDEO | Dehradun: Under Operation Kaalnemi, Dehradun Police arrest 25 fake babas including a Bangladeshi national for impersonating saints and defrauding people, under CM Dhami's crackdown.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/uD6OdEqSX3
— Press Trust of India (@PTI_News) July 11, 2025
পুলিশের সন্দেহ, ধর্মীয় বিশ্বাসের আড়ালে এই ভুয়ো সাধুরা জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, জনসাধারণের আস্থার জন্য হুমকিস্বরূপ এই ধরনের ভণ্ডদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ যাতে প্রতারণার শিকার না হন তার জন্যেই মুখ্যমন্ত্রী ধামি অপারেশন কালনেমি অভিযান শুরু করেছেন।
দেরাদুন পুলিশ নাগরিকদের সতর্ক থাকার এবং সন্দেহজনক কোন সাধু বা ধর্মীয় ব্যক্তিত্বের উপস্থিতি দেখলে নিকটবর্তী থানায় রিপোর্ট করার নির্দেশ দিয়েছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং ধর্মীয় শোষণ থেকে আমজনতাকে রক্ষা করতে আগামী দিনে অপারেশন কালনেমি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দেরাদুন পুলিশ।