Fake Sadhu Babas. (Photo Credits:X@ANI)

Operation Kalanemi Fake Sadhus : আজকাল সবেতেই ভুয়ো, ভেজাল। খাবারে ভেজাল, ওষুধে নকল, খবরে ভুয়ো। এই ভুয়োর যুগে সাধুও ভুয়ো! হ্য়াঁ, উত্তরাখণ্ডে (Uttarakhand) পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ল অন্তত ২৫ জন ভুয়ো সাধু। দেরাদুন পুলিশের কাছে খবর ছিল, রাজ্য়ের বিভিন্ন অংশে বেশ কয়েকজন সাধু বা বাবা ()-র মিথ্যা পরিচয় দিয়ে নিজেদের অতীতের পাপ লুকিয়ে ছদ্মবেশ ধরেছেন। এদের মধ্যে অনেকেই ভিন রাজ্যে গুরুতর অপরাধও করে থাকতে পারেন। এই অভিযোগের প্রাথমিক তদন্তের পর, মিথ্য়া পরিচয় দিয়ে থাকা ভুয়ো সাধু ধরার 'অপারেশন কালনেমি'চালায় দেরাদুন পুলিশ। পুলিশের চাপ পড়তেই একে একে ভুয়ো সাধুবাবার ধরা দিলেন।

অপারেশন কালানেমি নামটা কীভাবে এল

প্রসঙ্গত, কালানেমি হলেন রামায়ণের বিশেষ প্রতারক চরিত্র, যিনি সাধুর বেশ ধরে হনুমানকে প্রতারণার চেষ্টা করেন (সঞ্জীবনী বুটি আনতে হিমালয়ের দ্রোণগিরি বা গন্ধমাদন পর্বতে যাওয়ার পর্বে)। 'অপারেশন কালানেমি' চালিয়ে ২৫জন ভুয়ো সাধু বা ভুয়ো বাবা-দের গ্রেফতার করে দেরাদুন পুলিশ। গ্রেফতার হওয়া ভুয়ো সাধুদের মধ্যে কয়েকজন ভিন রাজ্যের বাসিন্দা রয়েছেন।

দেবভূমে গ্রেফতার ভুয়ো সাধুবাবা 

উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং অসমের কয়েকজন উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ভুয়ো সাধু সেজে আত্মগোপন করেছিলেন বলে জানা গিয়েছে। দেরাদুন পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, কোনওরকম আধ্যাত্মিক জ্ঞান ছাড়া, বৈধ পরিচয় পত্র ছাড়া সন্দেহজনক সাধুদের ওপর সন্দেহ ছিল তাদের। মানুষের আস্থা ও সাংস্কৃতিক বিশুদ্ধতা রক্ষার জন্য 'অপারেশন কালানেমি'-এর প্রয়োজনীয় ছিল বলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দামি জানিয়েছেন।