নয়াদিল্লিঃ আজ, রবিবার লখনউয়ে (Lucknow) ব্রহ্মস মিসাইলের নয়া ইউনিটের (BrahMos Unit)উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister)রাজনাথ সিং (Rajnath Singh )। ভার্চুয়াল মাধ্যমে নয়া প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এদিন এই অনুষ্ঠানে 'অপারেশন সিঁদুর' নিয়ে এই প্রথম মুখ খুললেন সিং। দেশবাসীকে তিনি জানান, 'অপারেশন সিঁদুর' শুধুমাত্র একটি অভিযান ছিল না। এটি একটি সংকল্প। ভারতীয় নারীদের সিঁদুর যারা মুছেছিল তাদের যোগ্য জবাব দিয়েছে এই অভিযান, এমনটাই জানান ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। তাঁর কথায়, "ভারত নিজের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। ভারত শক্তিশালী দেশ না হলে বিশ্বব্যাপী প্রশংসা পেতো না।"
অপারেশন সিঁদুর নিয়ে কী বলছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী?
পাশাপাশি ব্রহ্মস মিসাইল নিয়ে তিনি বলেন,"ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল কেবলমাত্র একটি হাতিয়ার নয়। এ মিসাইল বিশ্বকে দেওয়া ভারতের একটি বার্তা। ভারতের পরাক্রমের বার্তা। এই মিসাইল অনেক ক্ষমতা বহন করে। ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতার পরিচয় এই ব্রহ্মস মিসাইল। শত্রুর নিধন করতে ভারত কতটা সক্ষম তার পরিচয় বহন করে এই মিসাইল।" শুধু তাই নয়, রাজনাথ সিং আরও বলেন,"সামাজিক এবং কূটনৈতিক শক্তির প্রদর্শন এই অপারেশন সিঁদুর। এই অভিযানের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হয়েছে ভারত। আর কোনও সন্ত্রাসীরা ভবিষ্যতে রেহাই পাবে না, তা বুঝিয়ে দিয়েছে অপারেশন সিঁদুর।"
শত্রু দমনে কতটা শক্তিশালী ভারত? বোঝালেন প্রতিরক্ষামন্ত্রী
'आपरेशन सिंदूर' सिर्फ़ एक सैन्य कार्रवाई भर नहीं है, बल्कि भारत की राजनीतिक, सामाजिक और सामरिक इच्छाशक्ति का प्रतीक है।
हमारे प्रधानमंत्री श्री @narendramodi ने स्पष्ट कर दिया है कि यह नया भारत है जो आतंकवाद के ख़िलाफ़ सरहद के इस पार और उस पार दोनों तरफ़ प्रभावी कारवाई करता है। pic.twitter.com/Lmoj3MrYey
— Rajnath Singh (@rajnathsingh) May 11, 2025