নয়াদিল্লিঃ ভারত পাক সংঘর্ষ (India Pakistan Tension) বিরতির মাঝে ফের তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) রাজনাথ সিং (Rajnath Singh)। মঙ্গলবার সকালে তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বেলা ১২ টা নাগাদ শুরু হয় বৈঠক। এখনও চলছে তা। সংঘর্ষবিরতি চুক্তি চলাকালীন কী অবস্থা সীমান্তবর্তী অঞ্চলগুলি ? দেশের নিয়াপত্তায় কী হবে কেন্দ্রীয় সরকারের আগাম সিদ্ধান্ত এসব বিষয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে অনুমান। ভারত-পাক সংঘাতের মাঝে প্রায় রোজই সেনাপ্রধানদের সঙ্গে বসেছেন প্রতিরক্ষামন্ত্রী।
ফের সেনাপ্রধানদের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী
প্রসঙ্গত, সোমবার রাতে খোলা ভাষণে ভারত-পাক সংঘাত নিয়ে বেশকিছু কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে মোদী বলেন, "ভারতীয় সেনার দাপটে বিশ্বের কাছে আবেদন জানিয়েছে পাকিস্তান। এরপর ভারত গোটা বিষয়টি বিবেচনা করে।" এদিন তিনি আরও বলেন, "এই যুগ যুদ্ধের নয়। এই যুগ সন্ত্রাসেরও নয়। সন্ত্রাস এবং আলোচনা কখনও এক সঙ্গে হতে পারে না। সন্ত্রাস এবং বাণিজ্য এক সঙ্গে চলতে পারে না। রক্ত এবং জল এক সঙ্গে বইতে পারে না।"
২৪ ঘণ্টার ব্যবধানে ফের তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক প্রতিরক্ষামন্ত্রীর
🔴 #BREAKING | Defence Minister Holds Security Review Meet Amid India-Pak Ceasefire@aishvaryjain reports pic.twitter.com/yBDQPN8n91
— NDTV (@ndtv) May 13, 2025