Rajnath Singh (Photo Credit: X)

বিগত কয়েকদিন ধরে পাকিস্তানের ঘুম উড়িয় দিয়েছে ভারতীয় সেনা। গত ৭ মে পাকিস্তানে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এবং মৃত্যুও হয়েছে একাধিক জঙ্গিরও। এই অভিযানের নাম রাখা হয়েছিল অপারেশন সিঁদুর (Operation Sindoor)। এরপর অবশ্য পাক সেনা অনেক ভাবেই ভারতে হামলার চেষ্টা করেছিল। গত শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও পাকিস্তান হামলা করতে ছাড়ছে না। পাল্টা প্রত্যাঘাত করছে ভারতও। সবমিলিয়ে এখনও অব্যাহত যুদ্ধ পরিস্থিতি। এই অবস্থায় অপারেশন সিঁদুর প্রশংসা কুঁড়িয়েছে বিদেশেও।

দেশের সশস্ত্র বাহিনীর প্রশংসায় প্রতিরক্ষামন্ত্রী

রবিবার প্রতিরক্ষামন্ত্রী লখনউতে ব্রহ্মোস অ্যারোস্পেস ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং ফ্যাসিলিটির ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনাথ সিং (Rajnath singh) বলেন, আজকের দিনে ভারত অনান্য শক্তিশালী দেশগুলির মধ্যে একটি। আর প্রতিনিয়ত আমরা নিজেদের আরও শক্তিশালী গড়ে তুলছি। যাঁরা দেশে ঢুকে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করেছে। যাঁরা সাধারণ মানুষদের ক্ষতি করেছে, তাঁদের ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশ সিঁদুরের মাধ্যমে যোগ্য শাস্তি দিয়েছে। আজ সারা দেশ ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রশংসা করছে।

অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য রাজনাথ সিংয়ের

রাজনাথ সিং আরও বলেন, অপারেশন সিঁদুর শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, বরং এই অভিযান দেশের রাজনৈতিক, সামাজিক এবং সামরিক ইচ্ছাশক্তির প্রতীক। এই অভিযান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় সংকল্প ও সামরিক শক্তির প্রদর্শনী। আমরা অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে অবস্থিত জঙ্গিঘাঁটিগুলিই শুধুমাত্র ধ্বংস করেছি। আমাদের কোনও উদ্দেশ্য ছিল না সেদেশের জনসাধারণের ক্ষতি বা সামরিক ঘাঁটিগুলিকে নষ্ট করার।

পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ রাজনাথের

প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানকে আক্রমণ করে বলেন, আমরা্ যেমন সাধারণদের ওপর হামলা্ করিনি, কিন্তু পাকিস্তান তার উল্টোটা করেছে। ওঁরা আমাদের সাধারণ নাগরিকদের ওপর গোলাবর্ষণ করেছে। গুরুদ্বার, মন্দিরে আক্রমণ করেছে। তারপরেও ভারতীয় সেনা সাহস ও সংযম প্রদর্শন করেছে। তাঁরাও পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা করে এৎ উপযুক্ত জবাব দিয়েছেো।