প্রতীকী ছবি (Photo Credits: Wikipedia)

নয়াদিল্লি: বিশ্বজুড়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ভারতে তৈরি হওয় বিভিন্ন ধরনের পণ্যের চাহিদা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) স্বপ্নের প্রকল্প 'মেক ইন ইন্ডিয়া'র (Make in India) কারণে এই ঘটনা ঘটছে বলে দাবি করছেন তাঁর অনুগামীরা। এর মাঝেই জানা গেল, ২০২২-২৩ আর্থিক বর্ষে (Financial Year 2022-23) সর্বকালের সমস্ত রেকর্ড (all-time high) ভেঙে আনুমানিক ১৬ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম (Defence exports) বিক্রি করেছে ভারত।

এপ্রসঙ্গে শনিবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০২২-২৩ আর্থিক বর্ষে ভারত আগের সমস্ত রেকর্ড ভেঙে ১৬ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশে রপ্তানি করেছে। মোট ৮৫টির বেশি দেশে এই সরঞ্জাম বিক্রি করেছে ভারত। যা ২০১৬-১৭ আর্থিক বর্ষের থেকে ১০ গুণ বেশি। প্রধানমন্ত্রী এই ঘটনাকে ভারতীয় প্রতিভার (India’s talent) আত্মপ্রকাশ ও মেক ইন ইন্ডিয়ার এগিয়ে যাওয়ার পাথেয় বলে অভিহিত করেছেন। আরও পড়ুন: Top GST Revenue States: মার্চে কোন রাজ্য জিএসটি আদায়ে শীর্ষে, বাংলা থেকে কেন্দ্রের কোষাগারে গেল কত