Himani Narwal Mother and Brother (Photo Credits: ANI)

রোহতক, ২ মার্চঃ নির্বাচন এবং দল মেয়ের জীবন কেড়ে নিয়েছে। হরিয়ানার (Haryana)  রোহতকে (Rohtak) যুব কংগ্রেসের সদস্য হিমানি নারওয়ালের হত্যাকাণ্ড (Himani Narwal Murder Case) রাজ্য রাজনীতিতে শোরগোল তৈরি করেছে। মেয়ের খুনের জন্যে দলের উপরেই দোষ চাপালেন হিমানির মা সবিতা। তাঁর অভিযোগ, রাজনীতি করতে গিয়েই তাঁর মেয়ের প্রাণ গিয়েছে। গত ১০ বছর ধরে কংগ্রেসের (Congress) সঙ্গে যুক্ত ছিলেন হিমানি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হরিয়ানার কংগ্রেস সভাপতি ভূপিন্দর সিং হুডার (Bhupinder Singh Hooda) মেয়ে আশা হুডার ঘনিষ্ঠ হওয়ায় মেয়ের অনেক শত্রু তৈরি হয়েছিল বলে জানান সবিতা। তিনি বলেন, যতক্ষণ না মেয়ের হত্যাকাণ্ডের ন্যায়বিচার মিলছে ততক্ষণ শেষকৃত্য করবেন না।

আরও পড়ুনঃ রাহুলের হাত ধরে হেঁটেছিলেন 'ভারত জোড়ো যাত্রায়', দলীয় কর্মীর হত্যাকাণ্ডে ফুঁসছে কংগ্রেস, কে হিমানি নারওয়াল? জানুন

তিনি আরও বলেন, তাঁর বড় ছেলে ২০১১ সালে খুন হয়েছেন। সেই থেকে এখনও কোন ন্যায়বিচার মেলেনি। ছোট ছেলেকে হারানোর ভয়ে তাঁকে সীমান্ত রক্ষা বাহিনী ক্যাম্পে (BSF Camp) পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু একমাত্র মেয়েকে যে এইভাবে হারতে হবে তা এখনও ভাবেননি সবিতা দেবী।

মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন হিমানির মাঃ

মেয়ের এমন নির্মম পরিণতির পর আশা হুডার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন বলে জানান হিমানির মা। ফোন করেন আশকে। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী কন্যা তাঁর ফোন তোলেননি বলেই অভিযোগ সবিতা দেবীর। ক্রোধে, দুঃখে ভেঙে পড়েছেন তিনি। কোথায় যাবেন, কার কাছে যাবেন, কীভাবে মেয়ের জন্যে ন্যায়বিচার চেয়ে আনবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি।