Himani Narwal (Photo Credits: X)

রোহতক, ২ মার্চঃ হরিয়ানার রোহতকে (Rohtak) চাঞ্চল্যকর ঘটনা। পরিত্যক্ত স্যুটকেসের মধ্যে থেকে উদ্ধার হল এক তরুণীর দেহ। এই ঘটনার পর থেকে চব্বিশ ঘণ্টার বেশি পার হয়ে গিয়েছে। রাজ্য জুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। নিহত তরুণীর নাম হিমানি নারওয়াল। তিনি হরিয়ানার যুব কংগ্রেসের একজন সদস্য। দলীয় কর্মীর হত্যাকাণ্ড ঘিরে ফুঁসছে হাত শিবির। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হরিয়ানার কংগ্রেস সভাপতি ভূপিন্দর সিং হুডা (Bhupinder Singh Hooda) এক্স হ্যান্ডেলে এমন বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে হরিয়ানার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি হিমানি হত্যাকাণ্ডের 'উচ্চ-স্তরের' এবং 'নিরপেক্ষ' তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

হিমানি নারওয়াল কে?

সোনেপতের কাঠুরা গ্রামের বাসিন্দা হিমানি হরিয়ানা কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন। এক্স হ্যান্ডেলে তাঁর বায়োতে লেখা, 'রোহতকের জেলা কংগ্রেসের গ্রামীণ সহ-সভাপতি'। বিভিন্ন সময়ে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতেন। রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’তেও অংশ নিয়েছিলেন তিনি। যাত্রায় রাহুলের হাত ধরে হাঁটতেও দেখা গিয়েছে বছর ২২-২৩ এর হিমানিকে।

জানা যাচ্ছে, কয়েক বছর আগে আত্মহত্যা করেছিলেন হিমানির বাবা। খুন হন ভাইও। এবার হত্যাকাণ্ডের শিকার হিমানি নিজে। পরিবারের একের পর এক মর্মান্তিক ঘটনায় বড়সড় কোন ষড়যন্ত্রের আভাস পাচ্ছে কংগ্রেস। আর সেই কারণেই হিমানি হত্যাকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন হরিয়ানার কংগ্রেস সভাপতি ভূপিন্দর সিং হুডা।

স্যুটকেসের মধ্যে থেকে উদ্ধার হিমানির দেহঃ

কীভাবে উদ্ধার হল হিমানি নারওয়ালের দেহ?

শনিবার সকাল তখন ১১টা, রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের পাশে একটি নীল রঙের পরিত্যক্ত স্যুটকেস চোখে পড়ে স্থানীয়দের। সন্দেহ হয় তাঁদের। এরপরেই তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ এসে ওই স্যুটকেস খুলতেই সকলের চক্ষু চড়কগাছ। ভিতরে আস্ত তরুণীর দেহ ঢুকিয়ে রাখা। তরুণীর দুই হাতে মেহেন্দি পরা। পরনে সাদা জামা এবং লাল প্যান্ট। পুলিশের সন্দেহ, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তরুণীকে। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।