Bombay High Court (Photo Credit: Wikimedia commons)

বদলাপুর স্কুলে ছাত্রীদের শ্লীলতাহানীর ঘটনায় অন্যতম অভিযুক্ত অক্ষয় শিন্ডের মৃত্যুর ঘটনায় বড়সড় ষড়যন্ত্রে ইঙ্গিত পেয়েছে তাঁর বাবা আন্না শিন্ডে। তাঁর দাবি, ছেলেকে ভুয়ো এনকাউন্টার করে খুন করেছে পুলিশ অফিসাররা। আর সেই কারণে বম্বে হাইকোর্টে পিটিশন ফাইল করে এই ঘটনার জন্য বিশেষ তদন্তকারী দল (SIT)-এর আবেদন করেছেন। তিনি কোনওভাবেই এই ঘটনার তদন্তের জন্য রাজ্য পুলিশ বা সিআইডি-র ওপর ভরসা রাখতে পারছেন না। বুধবার এই মামলার শুনানিতে হাইকোর্টের পক্ষ থেকেও সন্দেহপ্রকাশ করা হয়েছএ।

বিচারপতি চাভানের বেঞ্চের মতে, কখনও একটি দুর্বল, সাধারণ মানুষের পক্ষে পুলিশের রিভলভার বের করে সেটি আনলক করা অনেক কঠিন কাজ। পিস্তল চালাতে তাঁর অনেক সময় লাগতে পারে সেই সময়ের মধ্যে পুলিশ তাঁকে আটকায়নি কেন? অপরদিকে সরকারি আইনজীবীর পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে পুলিশ আধিককারিকের পিস্তল তার আগেই থেকেই আনলক ছিল। এই যুক্তি মেনে নেওয়া কঠিন এবং প্রাথমিকভাবে সমস্যা আছে বলে মনে করা হচ্ছে। কারণ একটি সাধারণ মানুষের পক্ষে পিস্তল চালাতে শক্তি প্রয়োজন বলে বলে মত হাইকোর্টের।

যদিও এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩ অক্টোবর। তখন জানা যাবে যে এই মামলার তদন্ত সিট করবে নাকি কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, গত সোমবার অক্ষয়কে জেলে নিয়ে যাওয়ার সময় এনকাউন্টারে মৃত্যু হয় তাঁর। পুলিশের দাবি ছিল এক আধিকারিকের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা করছিল অক্ষয়। তখনই তাঁকে এনকাউন্টার করে মহারাষ্ট্র পুলিশ।