হায়দরাবাদ, ৬ সেপ্টেম্বর: হোস্টেলের (Hostel) খাবারে মরা টিকটিকি (Dead Lizard In Food)। অসুস্থ হয়ে পড়লেন ৩৩ জন ছাত্রী। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার (Telangana) ওয়ারঙ্গল জেলার (Warangal District) বর্ধনপেটের একটি সরকারি হোস্টেলে। রাতের খাবার খাওয়ার পর মেয়েরা বমি করতে শুরু করে, কয়েকজনের পেটে ব্যথাও শুরু হয়ে যায়। গুরুতর অসুস্থ মেয়েদের ওয়ারঙ্গলের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে ১৩ জনকে। তাদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতালে চিকিৎসাধীন একটি মেয়ে জানিয়েছে যে সে খাবারে একটা মরা টিকটিকি দেখতে পেয়ে খাওয়া বন্ধ করে দেয়। মেয়েটি ইনচার্জকে বিষয়টি জানায়। যদিও ইনচার্জ মরা টিকটিকির বিষয়টি অস্বীকার করেন। কয়েক মিনিট পরে বেশ কয়েকজন পড়ুয়া বমি করতে শুরু করে। কয়েকজন পেটে ব্যথা হওয়ার কথাও জানায়। দেখতে দেখতে ৩৩ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও পড়ুন: Jharkhand Horror: 'ডাইনি' অপবাদে নির্মমভাবে পিটিয়ে খুন ৩ মহিলাকে, ঝাড়খণ্ডে মর্মান্তিক ছবি
ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন শিক্ষা দফতরের আধিকারিকরা। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তাঁরা।