Swati Maliwal, Sajid Khan (Photo Credit: Latestly)

দিল্লি. ১৮ অক্টোবর:  সাজিদ খানকে (Sajid Khan)  বিগ বস থেকে সরানোর দাবির পরপরই দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বলিউডের (Bollywood) জনপ্রিয় পরিচালক সাজিদ খানকে সলমনের খানের শো থেকে সরানোর দাবিতে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও চিঠি লেখেন স্বাতী মালিওয়াল। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। এরপরই দিল্লি পুলিশের দ্বারস্থ হন স্বাতী (Swati Maliwal)। কে বা কারা তাঁকে হুমকি দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, দিল্লি পুলিশ যাতে খুঁজে বের করে, সে বিষয়ে আবেদন করেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কটাতে এবার দিল্লির মহিলা কমিশনের প্রধানের গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল। স্বাতী মালিওয়াল নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি শেয়ার করে ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

 

দিল্লি মহিলা কমিশনের প্রধান বলেন, তাঁর বাড়িতে ঢুকে ভাঙচুরের চেষ্টা চালায় দুষ্কৃতীরা। তবে ওই সময় তাঁর বাড়িতে ছিলেন না। ফলে তাঁর এবং তাঁরা মায়ের গাড়ি ভাঙচুর করা হয়। তিনি এবং তাঁর মা ওই সময় বাড়িতে ছিলেন না বলে রক্ষা পান। তাঁরা বাড়িতে থাকলে কী হত, তাই ভেবে শিউরে ওঠেন স্বাতী মালিওয়াল। তবে যা-ই হোক না কেন, তিনি ভয় পাচ্ছেন না। এর আগেও সাহস নিয়ে তিনি বহু কাজ করেছেন বলে জানান স্বাতী।

প্রসঙ্গত সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার একাধিক অভিযোগ রয়েছে। সাজিদ খানের বিরুদ্ধে পরপর ১০টি হেনস্থার অভিযোগ রয়েছে। ফলে কেন সাজিদকে বিগ বসের মত জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন স্বাতী মালিওয়াল।