রাজস্থানের দাউসাতে এক নাবালিকাকে ধর্ষনের ঘটনার গ্রেফতার করা হয়েছে অভযুক্ত পুলিশ অফিসারকে। এবার এই ইস্যুতে রাজস্থান সরকারকে নোটিশ পাঠাল এনসিপিসিআরের (NCPCR) চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো।
তিনি জানান, "আমরা এই ঘটনা সমন্ধে অবগত হয়েছি , একটি নোটিশ রাজস্থান সরকারকে পাঠানো হয়েছে এই বিষয়ে। প্রথামিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমরা ব্যবস্থা নিতে শুরু করেছি। এর পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিতা এবং তার পরিবারের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ ।এই ঘটনার পর নির্যাতিতা ও তার পরিবারের যাতে সঠিকভাবে কাউন্সেলিং করানো যায় তার ব্যবস্থা করানো হবে।"
বিজেপির পক্ষ থেকে রাজ্য সভাপতি সিপি যোশী দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। ভূপেন্দ্র নামের সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।অভিযুক্তের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
যদিও বিরোধীদের অভিযোগের জবাবে রাজস্থান সরকার জানিয়েছে যে ঘটনার খবর জানতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের ডিজিপি উমেশ মিশ্র জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া কথা জানানো হয়েছে। অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে চাকরি থেকে বরখাস্ত করতে আদেশও জারি করা হয়েছে বলে জানা গেছে।
Dausa rape: Child panel chief says notice being issued to Gehlot govt
Read @ANI Story | https://t.co/wvDOQsIQQX#NCPCR #PriyankKanoongo #Rajasthan #Dausa pic.twitter.com/iVw5v0qLxV
— ANI Digital (@ani_digital) November 11, 2023