Sunil Kothari Passes Away: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন নৃত্য ইতিহাসবিদ ও সমালোচক সুনীল কোঠারী
নৃত্য ইতিহাসবিদ ও সমালোচক সুনীল কোঠারী (Photo: FB)

নতুন দিল্লি, ২৭ ডিসেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন নৃত্য ইতিহাসবিদ ও সমালোচক সুনীল কোঠারী (Sunil Kothari)। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই প্রফেসর রবিবার সকালে দিল্লির একটি হাসপাতালে প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৫ বছর। পরিবারের বন্ধু নৃত্যশিল্পী বিধা লাল পিটিআইকে বলেছেন, "প্রায় এক মাস আগে করোনা আক্রান্ত হন সুনীল কোঠারী। তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না।"

তিনি আরও জানান যে এশিয়ান গেমস ভিলেজের বাড়িতে কোঠারি সুস্থ হয়ে উঠছিলেন তবে আজ সকালে হৃদরোগে আক্রান্ত হওয়াতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

১৯৩৩ সালের ২০ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সুনীল কোঠারী। তিনি ১৯৬৮ সালে এমএ এবং ১৯৭৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পেশাগতভাবে সুনীল কোঠারি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি টাইমস অফ ইন্ডিয়া দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন। ২০০১ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। ১৯৯৫ সালে ভারতীয় ধ্রুপদী নৃত্যে সার্বিক অবদানের জন্য তিনি সংগীত নাটক আকাদেমি পুরস্কারও পেয়েছেন। ১৯৭১ সালে তিনি কুমার চন্দ্রক এবং ২০১২ সালে রঞ্জিতরাম সুবর্ণা চন্দ্রক পুরস্কারে ভূষিত হন।