Gurugram Shocker: পাশবিক! ৩০০০ টাকার জন্য দলিত যুবককে পিটিয়ে মারায় অভিযুক্ত ৪
প্রতীকী ছবি

গুরুগ্রাম: মাত্র ৩০০০ টাকার জন্য এক দলিত যুবককে (Dalit Youth) পিটিয়ে মারার (beaten to death) অভিযোগ উঠল চার ব্যক্তির বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের (Gurugram) ঘোষগড় (Ghoshgarh) গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইন্দের কুমার নামে ৩৩ বছরের ওই যুবক ঘোষগড় গ্রামে নিজের বাড়ি থেকে একটি মুদির দোকান (Grocery shop) চালাতেন। মঙ্গলবার তাঁকে লাঠি দিয়ে মারধর করে বাড়ির বাইরে ফেলে দিয়ে যায় চার অভিযুক্ত। পরে ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

মৃতের বাবা দীপচাঁদের অভিযোগ, গত রবিবার গ্রামের এক বাসিন্দা সাগর যাদব তার বিদ্যুতের বিল বাবদ ইন্দের কুমারকে ১৯ হাজার টাকা দিয়ে সেটা জমা করে দিতে বলে। কিন্তু, সেখান থেকে কুমার নিজের দরকারে ৩ হাজার টাকা খরচা করে ফেলেন ফলে বিল দিতে পারেননি। বিষয়টি জানতে পেরে সোমবার বাড়িতে এসে ইন্দেরের থেকে ১৬ হাজার টাকা নিয়ে যায় সাগর। বাকি ৩ হাজার টাকা খুব তাড়াতাড়ি ফিরিয়ে না দিলে সমস্যা হবে বলেও হুমকি দেয়।

মঙ্গলবার সন্ধ্যায় ইন্দের কুমারকে ফোন করে ডেকে পাঠায় সাগর। আর তার ঘণ্টাখানেক পর সে আর তিনজন সঙ্গীর সঙ্গে এসে ইন্দেরকে বাড়ির বাইরে অচৈতন্য অবস্থায় ফেলে দিয়ে যায়। সাগর যাদব ছাড়াও বাকি তিনজন ছিল আজাদ, মুকেশ ও হিতেশ।

মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তারা পলাতক বলে জানা গেছে।