চুরু, ৩০ জানুয়ারি: এক দলিত (Dalit) ব্যক্তিকে অপহরণ করে মারধর ও জোর করে মদ ও প্রস্রাব (Urine) পান করতে বাধ্য করা হল। ২৬ জানুয়ারি বুধবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) চুরু (Churu) জেলায়। পুলিশ এই ঘটনায় মামলা রুজু করেছে। মোট ৮ অভিযুক্তের মধ্যে এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ প্রসাদ বোহর বলেন, "আমি বিষয়টি তদারকি করছি। আমরা লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছি, যাতে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে। ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে। আমরা একটি দল গঠন করেছি এবং অভিযান চালিয়ে ২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের শীঘ্রই গ্রেফতার করা হবে।"
আরও পড়ুন: UP Elections 2022: যোগী রাজ্যে ফের দলবদলের রাজনীতিতে বিরোধীদের বড় ধাক্কা দিল বিজেপি
Rajasthan | A Dalit man was allegedly abducted, beaten, & forced to drink urine by some men in Churu. Two people have been arrested& other accused will be arrested soon: Jagdish Prasad Bohra, Addl Superintendent of police, Churu
The incident took place on Jan 26, police said pic.twitter.com/nWanMTDkoy
— ANI (@ANI) January 30, 2022
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে দলিত ব্যক্তিকে অপহরণ করে মারধর করা হয় এবং প্রস্রাব পান করতে বাধ্য করা হয়। আক্রান্ত ব্যক্তি পুলিশকে জানিয়েছেন যে তাঁকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয়। আরও অভিযোগ, বর্ণবাদী অপবাদও দেওয়া হয়