Yogi Aadityanath (Photo Credits: PTI/File)

লখনউ, ৩০ জানুয়ারি: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের মুখে ফের দলবদলের রাজনীতিতে বড় সাফল্য পেল বিজেপি। ভোটর মুখে ইউপিতে সরগরম দলবদল রাজনীতি। আর এবার  আরও একবার দলবদলের রাজনীতিতে বিরোধীদের বড় ধাক্কা দিল রাজ্যের শাসক দল। চলতি সপ্তাহেই উত্তরপ্রদেশে কংগ্রেসের তারকা নেতা-প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিং যোগ দেন বিজেপিতে। আর এবার সমাজবাদী পার্টির বড় নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শিবচরণ প্রজাপতি যোগ দিলেন বিজেপিতে। রবিবার শিবচরণের পাশাপাশি লখনউতে রাজ্য বিজেপির সদর দফতরে সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, এবং কংগ্রেসের বেশ কয়েকজন নেতা-কর্মী পদ্ম শিবিরে নাম লেখালেন।

বারেলীতে তিন তালাকের এক ঘটনার শিকার হওয়া নিদা খান নামের এক মহিলা যোগ দিলেন মোদী-যোগীর শিবিরে। ক দিন আগে বারেলীর কংগ্রেস বিধায়ক অদিতি সিং বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার মাঝে সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম  সিং যাদবের পুত্রবধু অপর্ণা যাদব পদ্ম শিবিরে নাম লিখিয়েছিলেন।

ভোটের মুখে সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে কাছে পাওয়ার চেষ্টাতে মরিয়া বিজেপি। গত কয়েকদিন বিরোধী শিবির ছেড়ে একের পর এক নেতা-কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। এর আগে অবশ্য বিজেপির মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য সহ কিছু বিধায়ক সমাজবাদীতে পার্টিতে যোগ দেন। এখন দেখার ভোটাররা কী রায় দেন।

দেখুন টুইট

৪০৩টি আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ভোটগ্রহণ হবে সাত দফায়। প্রথম দফায় ভোটগ্রহণ ৯ ফেব্রুয়ারি, আর সপ্তম তথা শেষ দফার লবোট ৭ মার্চ। বিজেপি-র আশা উত্তরপ্রদেশে এবারও ৩০০টির বেশী আসনে জিতে ফের ক্ষমতায় আসবেন যোগী আদিত্যনাথ। অন্যদিকে, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির দাবি বিজেপির হার নিশ্চিত। ওপিনয়ন পোল বা জনসমীক্ষায় অবশ্য দেখা গিয়েছে বিজেপি উত্তরপ্রদেশে সহজ জয় পেতে চলেছে। যদিও সেইসব সমীক্ষার বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন আছে। ২০১৭ বিধানসভা নির্বাচনে বিজেপি ও তার জোটসঙ্গীরা মিলে জিতেছিল ৩২৫টি আসনে, সেখানে সমাজবাদী পার্টি জেতে মাত্র ৫৪টি আসনে মায়াবতীর বিএসপি জেতে ১৯টি ও অন্যান্যরা জিতেছিল ৫টি-তে।