Dahi Handi. (Photo Credits: X)

Janmashtami Dahi Handi: শনিবার জন্মাষ্টমীর সকাল থেকে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় চলছে দহিহান্ডি (Dahi Handi 2025) ভাঙার রীতি। দাদার থেকে বান্দ্রা, নবি মুম্বইয়ের ঘানশৌলি থেকে ঘাটকোপারের বিভিন্ন জায়গায় চলছে দহিহান্ডি ভাঙার অনুষ্ঠান। বহু মানুষ এই খেলায় অংশ নিয়েছেন। রীতি অনুযায়ী উঁচুতে ঝুলিয়ে দেওয়া হয় দুধ, দই, মাখন আর মিষ্টি ভরা হান্ডি। এরপর যুবকেরা মানব-পিরামিড তৈরি করে চেষ্টা করেন সেই হান্ডি ভাঙতে। হান্ডি ভাঙার সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে উল্লাস, বাজতে থাকে ঢাক-কাঁসর, গেয়ে ওঠে কৃষ্ণভক্তির গান। স্থানীয়রা জানান, শুধু ধর্মীয় আচার নয়, দহিহান্ডি ভাঙা আসলে ঐক্য, সাহস আর আনন্দের এক প্রতীক। এই আয়োজন ঘিরে এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। উৎসবের দিনে এলাকার রাস্তাঘাট ভরে ওঠে দর্শক ও ভক্তদের ভিড়ে। বয়স নির্বিশেষে সবাই মেতে ওঠেন কৃষ্ণের জন্মতিথির আনন্দে।

জন্মাষ্টমীর দহিহান্ডি তাই আজও ভক্তি, সাহস আর মিলনের এক উজ্জ্বল প্রতীক। পরম্পরা অনুযায়ী, উঁচুতে ঝুলিয়ে দেওয়া হয় একটি মাটির হান্ডি, যার ভেতর ভরা থাকে দুধ, দই, মাখন ও নানা রকম মিষ্টি। তারপর ভক্ত যুবকেরা দল বেঁধে মানব-পিরামিড তৈরি করে সেই হান্ডি ভাঙতে ওঠেন। ভাঙার মুহূর্তে চারপাশে বাজতে থাকে ঢাক-ঢোল, শঙ্খধ্বনি আর ভক্তিমূলক গান। দর্শকদের উল্লাসে তখন উৎসবের রঙ যেন আরও গাঢ় হয়ে ওঠে।

চলছে দহিহান্ডি ভাঙার কাজ

দেখুন ভিডিও

স্থানীয় ভক্তদের মতে, কৃষ্ণ ছোটবেলায় যেভাবে দুধ-দই-মাখনের হান্ডি চুরি করতেন, সেই খেলাই আজও দহিহান্ডির মধ্যে জীবন্ত হয়ে ওঠে। তাই এই আয়োজন শুধুমাত্র ভক্তি বা আনন্দের নয়, বরং একতার প্রতীক হিসেবেও দেখা হয়।