ভুবনশ্বর, ২৩ অক্টোবর: বুধবার অর্থাৎ ২৩ অক্টোবরই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের (Cyclone) রূপ নিয়েছে ডানা (Dana)। যা ক্রমশ বঙ্গোপসাগর (Bay Of Bengal) থেকে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। এই মুহূর্তে সাগর দ্বীপ থেকে ৬০০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় ডানা। রিপোর্টে প্রকাশ, ঘূর্ণিঝড় ডানা ওড়িশার ভিতরকণিকা পার্ক এবং ধর্মা বন্দরের মধ্যে আছড়ে পড়তে পারে। শুক্র ভোরে ওড়িশার ভিতরকণিকা পার্ক এবং ধর্মা বন্দরের মাঝে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়বে বলে জানা যাচ্ছে আবহাওয়া দফতরের তরফে।
প্রসঙ্গত ওড়িশার কেন্দ্রাপাড়ায় রয়েছে ভিতরকণিকা পার্ক এবং ভদ্রকে অবস্থিত ধর্মা বন্দর। অর্থাৎ কেন্দ্রাপাড়া এবং ভদ্রকের মাঝেই শুক্র সকালে ডানা আছড়ে পড়তে চলেছে বলে মনে করছে হওয়া অফিস।
আরও পড়ুন: Cyclone Dana: শুক্র ভোরে প্রবল গতিতে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ডানা, জানাল হাওয়া অফিস
ওড়িশায় ডানার প্রভাব কতটা মারাত্মক হতে পারে, তার ইঙ্গিত আগেভাগেই দিয়েছে হাওয়া অফিস। ফলে ওড়িশা জুড়ে প্রায় সমস্ত চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে একের পর এক বিপর্যয় মোকাবিলাকারী দলও ওড়িশার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি সেনা বাহিনী, উপকূলরক্ষী বাহিনীও বর্তমানে ওড়িশা জুড়ে ছড়িয়ে রয়েছে।
পুরীর সৈকত থেকে পর্যটকদের সরানো হচ্ছে। সেই সঙ্গে সমুদ্রের পাশ থেকে মৎস্যজীবীদের সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া শুরু করা হয়েছে প্রশাসনের তরফে।