কলকাতা, ২৪ অক্টোবর: গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় (Cyclone) পরিণত হয়েছে সিত্রাং (Sitrang)। রবিবার রাতেই সিত্রাং ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে ৪৩০ কিলোমিটার মত দূরে রয়েছে সিত্রাং। ফলে সোমবার সকাল থেকে রাজ্যের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে বইতে শুরু করেছে দমকা হাওয়া। সিত্রাংয়ের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী এলাকার পাশাপাশি দুই ২৪ পরগণা, মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাষা জারি করা হয়েছে। সিত্রাংয়ের প্রভাব পশ্চিমবঙ্গের পাশাপাশি অসং এবং ত্রিপুরাতেও পড়বে বলে জানানো হয় আবহাওয়া দফতরের তরফে।
২৪ অক্টোবর সিত্রাং উত্তরপূর্ব দিকে এগোতে শুরু করেছে। বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের তিনকোণা এবং বরিশালে প্রবেশ করবে সিত্রাং। মঙ্গলবার সকালে বাংলাদেশের তিনকোণা এবং বরিশালে ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়বে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। ২৫ অক্টোবর বাংলাদেশে একাধিক জায়গায় সিত্রাংয়ের প্রভাব পড়বে বলে জানা যাচ্ছে। বাংলাদেশে সিত্রাংয়ের প্রবেশের পর ওড়িশা এবং পশ্চিমবঙ্গেও তার জোরদার প্রভাব পড়বে বলে জানানো হয়।
Cyclone Sitrang Live Tracker Map on Windy: Assam, Tripura, Other Northeastern States on Alert As Tropical Cyclone Likely to Intensify Into Cyclonic Storm; Check Real-Time Status#CycloneSitrang #WeatherUpdate #Windy #Sitrang https://t.co/gjLqUa1nMV
— LatestLY (@latestly) October 24, 2022