Cyclone, Representational Image (Photo Credit: X@ANI)

Cyclone Montha Hits Andhra: স্থলভাগে ঢুকে ঘূর্ণিঝড় 'মোন্থা' অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে রীতিমত তাণ্ডব চালাচ্ছে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মন্থা। প্রবল বেগে ঝড়ের সঙ্গে চলছে তীব্র বৃষ্টি। অন্ধ্রপ্রদেশ থেকে আসছে মৃত্যুর খবর। মাচিলিপত্তনম ও কালিংগাপটনমের মাঝামাঝি অঞ্চলে এই আঘাত চলবে আরও ৩-৪ ঘণ্টা। বর্তমানে ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে ঝড় বইছে, দমকা হাওয়া পৌঁছেছে ১১০ কিমি পর্যন্ত। উপকূল জুড়ে প্রবল ঝোড়ো হাওয়া বইছে। ঘূর্ণিঝড় সরসারি আঘাত করায় অসংখ্য গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, দুর্বল ঘরবাড়ি আংশিকভাবে ধসে পড়েছে। কাকিনাডায় ঘণ্টায় ১১০ কিমি বেগের ঝোড়ো হাওয়াযর সঙ্গে বৃষ্টিতে রাস্তাঘাট জলের তলায়। উপ্পাদা বিচ রোডের কিছু অংশ ১ মিটার উঁচু জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাচিলিপত্তনমে সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।

আসছে মৃত্যুর খবর

অন্ধ্রের কোনাসীমা জেলায় একটি ধসে পড়া ঘরে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঝড়ে উড়ে আসা ধ্বংসাবশেষে বহু মানুষ আহত হন। একটি সরকারি হাসপাতালের ছাদ আংশিক ভেঙে পড়েছে। বিদ্যুৎ বিভ্রাটে কাকিনাডা সহ অন্ধ্র উপকুলের বহু এলাকা অন্ধকারে, ফলে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। পাম গাছ চাপ পড়ে এক মহিলার মৃত্যুর খবরও আসছে।

ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডব

যান চলাচলে নিষেধাজ্ঞা

অন্ধ্রের সাতটি জেলায় (কাকিনাডা, কোনাসীমা, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, বাপটলা, প্রকাশম ও নেল্লোর) জরুরি নয় এমন যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বিশাখাপত্তনম থেকে ৯টি ট্রেন বাতিল, অন্ধ্রের বিমানবন্দরগুলোতে ৩৫টিরও বেশি ফ্লাইট স্থগিত। উপকূলীয় বন্দরগুলোতে বিপদ সংকেত জারি, সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা।