Cyclone Shaheen: 'গুলাবের' শক্তিক্ষয়, পাকিস্তানের পর কাতারের 'শাহিন' নিয়ে আশঙ্কা
Cyclones | Representational Image | (Photo Credits: Wikimedia Commons)

মুম্বই, ২৯ সেপ্টেম্বর: নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হয়নি গুলাব৷ উলটে শক্তি হারিয়ে ফের নিম্নচাপে পরিণত হয়েছে গুলাব৷ যার জেরে মহারাষ্ট্র এবং গুজরাটে জোর বৃষ্টি শুরু হয়েছে৷

রিপোর্টে প্রকাশ, আর কয়েকদিনের মধ্যে গুলাব আরব সাগরে পৌঁছতে পারে৷ চলতি সপ্তাহের মধ্যেই আরব সাগরে গভীর নিম্নচাপের জেরে সংশ্লিষ্ট এলাকায় জোর বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আরব সাগরে পৌঁছনোর পর গুলাবের নাম পরিবর্তিত হয়ে হতে পারে শাহিন৷ বঙ্গোপসাগরে গুলাবের (Gulab) জন্ম হলেও, তা শক্তিক্ষয় করে আরব সাগরে পৌঁছে নয়া ঘূর্ণিঝড় শাহিনে (Shaheen) পরিণত হতে পারে বলে আশঙ্কা৷

আরও পড়ুন:  Taliban: ক্ষমতায় এসে প্রথম বার্তা, ভারত, আফগানিস্তানের মধ্যে বিমান পরিষেবা চালু করতে চায় তালিবান

পাকিস্তানের পর এবার আরব সাগরে (Arabian Sea) সৃষ্ট নিম্মচাপ থেকে ঘূর্ণিঝড় শাহিনের নামকরণ করা হয়েছে কাতারের তরফে৷ শাহিনের অর্থ (রয়্যাল ফ্যালকন) রাজকীয় অর্থাৎ বড় মাপের বাজপাখি৷ ফলে আরব সাগরে পৌঁছে নিমচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শাহিন কতটা প্রভাব ফেলবে, তা ৩০ সেপ্টেম্বরের পর থেকেই স্পষ্ট হবে বলে মনে করছে আবহাওয়া দফতর৷