Cyclone, Representative Image (Photo Credit: File Photo)

Cyclone Dana Update: ঘূর্ণিঝড় ডানা-র কথা মাথায় রেখে একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিল করা হচ্ছে। বুধবার থেকেই ডানার প্রভাবে ঝড় বইতে শুরু করবে ওডিশা ও বাঙলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে। বৃহস্পতিবার পুরী ও সাগরের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে। ডানার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার ছাড়াতে পারে। এই কারণে পূর্ব উপকুল বিভাগের ১৪০টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে আছে হাওড়া-সেকেন্দ্রবাদ ফলকনামা এক্সপ্রেস, হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-ভূবনেশ্বর শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস।

এবার দক্ষিণ-পশ্চিম  (South Western Railway) রেলের ১২টি দূরপাল্লার ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হল। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে আছে শালিমার-ভাস্কো দা গামা ১৮০৪৭ ট্রেনটি। শালিমার থেকে এই গোয়াগামী এই দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার ছাড়ার কথা ছিল। বাতিল করা হয়েছে ১২২৪৬ বেঙ্গালুরু-হাওড়া (বৃহস্পতিবার) ও ২২৮৮৮ বেঙ্গালুরু-হাওড়া ট্রেনটিও।

দক্ষিণ-পশ্চিম রেলে যেসব ট্রেন বাতিল করা হল

এদিকে, আর কয়েক ঘণ্টা পরেই ওডিশার পাশাপশি বাংলাতেও আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ডানা (Cyclone Dana)। ২৪ অক্টোবর, বৃহস্পতিবার রাতে ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগর উপকূল অঞ্চলে ডানার 'ল্যান্ডফল' হবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের ব্যাপক প্রভাব পড়তে পারে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতায়।

এই পরিস্থিতিতে নবান্নের তরফে রাজ্যের ওই ৯ জেলার সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২৩ অক্টোবর বুধবার থেকে ২৬ অক্টোবর শনিবার পর্যন্ত ৯ জেলার সব স্কুল বন্ধ থাকবে। পাশাপাশি বুধ থেকে শনি পর্যন্ত ৯ জেলার সব কলেজেও ক্লাস বন্ধ থাকবে।