Roads are being cleared (Photo Credit: X@ANI)

মধ্যরাত থেকেই বিপর্যয়ের মুখে ওড়িশার ধামরা। ধামরায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় 'দানা'। রাত হয়ে সকাল হলেও চলছে প্রবল বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। জায়গায় জায়গায় উপড়ে গিয়েছে গাছ। গাছ পড়ে বন্ধ হয়েছে বিভিন্ন রাস্তা। সকাল থেকেই মাঠে নেমে পড়েছে প্রশাসন। স্বয়ংক্রিয় যন্ত্রে পড়ে থাকা গাছ কেটে রাস্তা পরিস্কারের কাজ চলছে বিভিন্ন অংশে।

রাস্তায় থেকে বিপর্যয় মোকাবিলা করতে দেখা গেছে ভদ্রকের অতিরিক্ত জেলাশাসক শান্তনু মোহান্তিকে। সংবাদ মাধ্যম এ এন আই কে তিনি  বলেছেন, "...আমরা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্থ এলাকার লোকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি এবং তারা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে রয়েছে। বিদ্যুৎ সরবরাহ এবং অন্যান্য জিনিসগুলি পুনরুদ্ধার করা হয়েছে।  এছাড়া পরিস্থিতি অনুযায়ী ভদ্রকের বিভিন্ন ক্ষতিগ্রস্থস্থানে ফায়ার সার্ভিস, ওডিআরএফ (ODRF) এবং এনডিআরএফ (NDRF) দলগুলিকে পাঠানো হয়েছে। যেহেতু আবহাওয়া দফতরের তরফে ভদ্রকে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে এবং এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে , তাই আমরা মানুষকে বাইরে না যাওয়ার বার্তা দিয়েছি..."

ভদ্রকের ধামরার উপকূলীয় গ্রামে গাছ পড়ে অবরুদ্ধ রাস্তা। প্রশাসনের পাশাপাশি হাত লাগালেন এলাকাবাসীরাও। ডানার প্রভাবে কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন ভিডিও-

ওড়িশা ফায়ার সার্ভিসের তরফে সংবাদ মাধ্যমকে দীপক কুমার জানান, "ঘূর্ণিঝড়ের কারণে অনেক গাছ উপড়ে রাস্তা অবরুদ্ধ হয়েছে। প্রথমে আমরা জাতীয় সড়ক এবং অন্যান্য রাস্তা পরিষ্কার করব এবং তারপরে আমরা আবাসিক এলাকার দিকে যাব। আমাদের দুটি দল ধামরাতে কাজ করছে। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো গুরুতর ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য নেই।'