Morning Visual of Landfall Dana (Photo Credit: X@ANI)

বৃহস্পতিবার মধ্যরাত থেকে ওড়িশার বুকে শুরু হয়েছে  সাইক্লোন ডানার (Cyclone Dana) ল্যান্ডফল প্রক্রিয়া। মধ্যরাতের পর থেকেই ধামরায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। আবহাওয়াবিদদের মতে ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ছিল ১১০-১২০ কিমি। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রাতেই তান্ডব চালিয়েছে ডানা। বড় গাছ থেকে ছোট গাছ উপড়ে গিয়েছে হাওয়ার দাপটে। অস্থায়ী কাঠামো ভেঙে উড়ে এসে পড়েছে রাস্তায়। ভোরের দিকেও চলছে ল্যান্ডফলের প্রক্রিয়া। দমকা হাওয়া এবং ভারী বৃষ্টি লক্ষ্য করা গেছে ওড়িশার কিছু অংশে । হাওয়া অফিসের পূর্বাভাস আরও কিছুক্ষণ থাকবে ঘূর্ণিঝড় ডানার ল্যান্ডফল প্রক্রিয়া।

 গতকাল রাতে ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছিল ভিতরকানিকা ন্যাশনাল পার্ক এবং ধামরা বন্দরের মধ্যে ওড়িশা উপকূলে মারাত্মক ঘূর্ণিঝড় 'দানা'-এর ল্যান্ডফল হয়েছে। তারপর সেই প্রক্রিয়া উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল জুড়ে চলছে। এছাড়া ভুবনেশ্বর এর হাওয়া অফিস সূত্র জানিয়েছে যে পুর্বাভাস অনুযায়ী বাইরের মেঘের ভর প্রবেশের সঙ্গে সঙ্গেই ল্যান্ডফল শুরু হয়েছিল এবং ঘূর্ণিঝড়টি ভূমিতে প্রবেশ করার সময় বাতাসের গতিবেগ ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছেছিল।

চলছে ডানার ল্যান্ডফল প্রক্রিয়া

#WATCH | Heavy rainfall and gusty winds continue to lash parts of Odisha; landfall process of #CycloneDana underway