আহমেদাবাদ, ১৫ জুন: বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে গুজরাটে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বিপর্যয়। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে গুজরাট জুড়ে চরম সতর্কতা জারি করা হয়েছে। বিপর্যয় স্থলভাগে হানা দেওয়ার আগে গুজরাটে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে এক নাগাড়ে। কচ্ছের জাখাউ বন্দরের কাছে বিপর্যয়ের আছড়ে পড়ার আশঙ্কা। ঘূর্ণিঝড় জাখাউতে আছড়ে পড়তেই তার গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার হতে পারে। কোনও কোনও সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ১৪৫ কিমিতেও পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। ফলে সৌরাষ্ট্র এবং কচ্ছতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সৌরাস্ট্র, কচ্ছতে অতি ভারী বষ্টির দাপটে ভয় ধরতে শুরু করেছে মানুষের। বিপর্যয় আছড়ে পড়ার আগে কচ্ছ থেকে ৪৬ হাজার মানুষকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ-সহ বিপর্যয় মোকাবিলাকারী দল একসঙ্গে কাজ করছে বলে খবর।
আরও পড়ুন: Cyclone Biparjoy: এগিয়ে আসছে বিপর্যয়, ঘূর্ণিঝড়ের প্রকোপে দ্বারকায় উত্তাল সমুদ্র, দেখুন ভিডিয়ো
কচ্ছতে সাধারণ মানুষের পাশাপাশি ২০ হাজার গবাদি পশুকে নিরাপদে সরানো হয়েছে। এমনই জানান কচ্ছের জেলাশাসক অমিত অরোরা।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ঘূর্ণিঝড় বিপর্যয়ের জেরে সৌরাস্ট্র, কচ্ছ, জামনগর, দ্বারকা, পোরবন্দর, মরবি জেলায় বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা। ফলে প্রশাসনের তরফে সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে।