সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই রাজস্থান সহ ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের প্রার্থী ঠিক করতে এবার বসল কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির মিটিং।দিল্লিতে কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই মিটিংয়ের নেতৃত্বে থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
মিটিংয়ে উপস্থিত থাকছেন অশোক গেহলত, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা।এর আগে ১৩ অক্টোবর কংগ্রেসের পক্ষ থেকে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল প্রার্থী বাছাই করা নিয়ে।নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানা গেছে যে মিজোরােমে ৪০ টি আসন সংখ্যার নির্বাচন হবে ৭ ই নভেম্বর।
এছাডা় ছত্তিশগড়ে প্রথম পর্যায়ে ২০ টি আসনেও ভোট হবে ওই একই দিনে। এরপর বাকি ৭০ টি সিটের ক্ষেত্রে ভোট হবে ১৭ নভেম্বর। একই সঙ্গে মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হবে ২৩০ টি আসনে ভোট।২০০ আসন সংখ্যার রাজস্থান বিধানসভার ভোট হওয়ার কথা রয়েছে ২৩ তারিখে।এছাডা় তেলেঙ্গনার ১১৯ টি সিটে ভোট অনুষ্ঠিত হবে নভেম্বরের ৩০ তারিখে।
সমস্ত রাজ্যের ভোটিংয়ের ক্ষেত্রে গননা শুরু হবে ডিসেম্বরের ৩ তারিখে।
Congress CEC meeting begins in Delhi, to finalise candidates in Rajasthan, Chhattisgarh, Madhya Pradesh
Read @ANI Story | https://t.co/2ukAZEt1a2#Congress #CEC #meeting #Delhi #Rajasthan #Chhattisgarh #MadhyaPradesh pic.twitter.com/9pGnfVBnKu
— ANI Digital (@ani_digital) October 18, 2023