ছত্তিশগড়ের পাশাপাশি ঝাড়খণ্ডের জঙ্গলেও এখনও অব্যাহত মাওবাদী নিকেশ অভিযান। কিছু মাওবাদী আত্মসমর্পণ করলেও এখনও জঙ্গল এলাকাগুলিতে মাওবাদীদের খোঁজ চলছে। বুধবার রাঁচীর (Ranchi) বোকারোতে বীরহোর্ডেরার জঙ্গলে মাওবাদী ও জওয়ানের গুলিতে নিকেশ এক মাওবাদী। এই গুলির লড়াইয়ের মধ্যে মৃত্যু হয়েছে এক গ্রামবাসীর। প্রথমে নিহত ব্যক্তিকে মাওবাদী বলে দাবি করা হচ্ছিল। কিন্তু বেলা গড়াতেই ঝাড়খণ্ডের ডিজিপি অনুরাগ গুপ্তা নিশ্চিত করেন মৃত ব্যক্তির সঙ্গে নকাশালীদের কোনও যোগ নেই। এই এনকাউন্টারের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক জওয়ানের।
গ্রাম সংলগ্ন জঙ্গলে এনকাউন্টার অভিযান
গোপনসূত্রে খবর পেয়ে বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটে বীরহোর্ডেরা জঙ্গলে সিআরপিএফ জওয়ান ও ঝাড়খণ্ড পুলিশের যৌথ বাহিনী অভিযান চালায়। পাল্টা গুলি চালায় মাওবাদীরাও। গ্রাম সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এই এনকাউন্টারের মধ্যে কুনওয়ার মাঝি ওরফে সহদেও মাঝি ওরফে সাদে নামে এক নকশাল নেতার মৃত্যু হয়। জানা যাচ্ছে, মৃত মাওবাদী সাব-জোনাল নকশাল কমান্ডার ছিল, মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। তাঁর দেহ ইতিমধ্যেই উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধার হয়েছে বন্দুক ও গোলাবারুদ।
শহীদ হয়েছেন সিআরপিএফ জওয়ান
এক মাও নেতার মৃত্যুর পরেই বাকিরা গা ঢাকা দিয়েছে। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। অন্যদিকে, এই এনকাউন্টারে মধ্যে পড়ে মৃত্যু হয়েছে এক গ্রামবাসীর। যদিও তাঁর নাম পরিচয় এখনও জানা যায়নি। অন্যদিকে মাওবাদীদের গুলিতে সিআরপিএফ ২০৯ কোবরা ইউনিটের কনস্টেবল প্রাণেশ্বর কোচ নামে এক জওয়ান শহীদ হয়েছেন। তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।