সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ রাতের অন্ধকারে অভিনভ কায়দায় এটিএম লুট(ATM Robbery)। গ্যাস কাটার দিয়ে লক ভেঙে লুট ৩৮ লক্ষ টাকা। শনিবার হাড় হিম করা ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan)ঝুনঝুনু জেলার (Jhunjhunu District) কোতোয়ালি এলাকার একটি এটিএম-এ। গোটা ঘটনার কিছুটা অংশ ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘড়ির কাঁটায় তখন ৩.১১। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে চাদর চাপা দিয়ে এটিএমের ভিতরে প্রবেশ করলেন এক ব্যক্তি। এরপর একটি স্প্রে দিয়ে এটিএম মেশিন ও উপরে থাকা ক্যামেরায় স্প্রে দিয়ে তা ঝাপসা করে দেওয়া হল। এরপরই গ্যাস কাটার দিয়ে লক ভেঙে ৩৮ লক্ষ টাকা নিয়ে পালায় ওই আততায়ী। অনুমান এটা তাঁর একার কাজ নয়। বাইরে অপেক্ষারত ছিল আরও কেউ। পুলিশ সূত্রে খবর, ওই এটিএমে ২৯ লক্ষ টাকা মজুত ছিল। এই ডাকাতি হওয়ার কিছুক্ষণ আগেই ১ লক্ষ টাকা তুলে নেওয়া হয়।

রাজস্থানে এটিএম ডাকাতি, লুট ৩৮ লক্ষ টাকা

ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ। ডাকাতির আগে এটিএমের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরাতেও স্প্রে করে তা অকেজ করে দেওয়া হয়। তাই এটিএমের বাইরের সিসিটিভি ফুটেজ উদ্ধার করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

রাতের অন্ধকারে অভিনব কায়দায় এটিএম লুট, খোয়া গেল ৩৮ লক্ষ টাকা