নয়াদিল্লিঃ দাউ-দাউ করে জ্বলছে গোটা শরীর। সেই অবস্থাতেই থানার ভিতর ঢুকে আসলেন এক মহিলা। মুখে তাঁর একটাই শব্দ "বাঁচাও...বাঁচাও।" এই দৃশ্য দেখে হতভম্ব থানায় উপস্থিত পুলিশ (Police) আধিকারিকরা। বস্তা, জল হাতের কাছে যা ছিল তাই দিয়েই আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। পরে জানা যায় এই ঘটনার পিছিনে দায়ী মহিলার 'গুণধর' ছেলে (Son)। সেই মায়ের (Mother) গায়ে আগুন লাগিয়ে দেয়। শুধু তাই নয়, গোটা ঘটনাটি মোবাইল (Mobile) ফোনে রেকর্ডও করে সে। দেহের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল ওই মহিলার। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার, দুপুর ২ টো নাগাদ এই ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের । মৃতার নাম হেমলতা। এই ঘটনার নেপথ্যের কারণ কী? জানা গিয়েছে, জমি সংক্রান্ত মামলায় পারিবারিক বিবাদ চলছিল। এর আগে ২২ বছরের ছেলে গৌরবের নামে থানায় অভিযোগ দায়ের করেছিলেন হেমলতা। এ দিন থানায় মা-ছেলে হাজিরাও দেন। থানা থেকে বাড়ি গিয়েই এই ঘটনা ঘটায় তাঁর ছেলে গৌরব, এমনটাই পুলিশ সূত্রে খবর। বচসা চরমে পৌঁছালে মায়ের গায়ে পেট্রোল ঢেলে দেয় ছেলে। সেই অবস্থাতেই থানায় ছুটে এসেছিলেন হেমলতা। এরপর পুলিশের সামনে লাইটার দিয়ে মায়ের গায়ে আগুন ধরিয়ে দেয় গৌরব। গোটা ঘটনাটি নিজের মোবাইলে রেকর্ডও করে সে। এ ছাড়া গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে। ইতিমধ্যেই গৌরবকে গ্রেফতার করেছে পুলিশ।
Man Sets Mother On Fire Inside UP Police Station, Films Her https://t.co/OaoXMYDx1A pic.twitter.com/xtPIgkNhY8
— NDTV News feed (@ndtvfeed) July 16, 2024