চিনের পাঠানো কিট নিয়ে ক্ষুব্ধ ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh)। ভারতকে ত্রুটিযুক্ত (Faulty Kits) কোভিড-১৯ টেস্ট কিট প্রেরণের জন্য তিরস্কার করেছেন তিনি। পাশাপাশি চিনকে বয়কট করারও আহ্বান জানিয়েছেন। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) স্পিনার আরও বলেছেন, ভারত নিজের কিট তৈরিতে সক্ষম। টুইটারে ত্রুটিযুক্ত COVID-19 টেস্ট কিট সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে তাঁর মতামত প্রকাশ করেছেন। সোমবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিন থেকে আশা সমস্ত কিট ব্যবহার বন্ধ করতে বলা হয়।
"খারাপ উদ্দেশ্য নিয়ে অন্য দেশে ভুল কিট পাঠাচ্ছে চিন, আমাদের তাদের বয়কট করা উচিত..আমরা নিজের জিনিস তৈরি করার পক্ষে যথেষ্ট ভাল .."ক্ষুব্ধ চেহারার ইমোজি ব্যবহার করে ঠিক এভাবেই আক্রমণাত্বক হলেন হরভজন। বেশ কয়েকটি রাজ্যে বিতরণ করা দুটি চিনা সংস্থা, গুয়াংজু ওয়ান্ডফো বায়োটেক এবং লিভজন ডায়াগনস্টিকস থেকে ভারত প্রায় পাঁচ লাখ দ্রুত অ্যান্টিবডি পরীক্ষার কিট আসে। আইসিএমআর পরবর্তীকালে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান সচিবদের দুটি পূর্বোক্ত চিনা সংস্থা দ্বারা সরবরাহিত কিট ব্যবহার বন্ধ করার নির্দেশ দেয় এবং কিটগুলি ফেরত দিতে বলে। এই কিটগুলি দ্বিগুনমূল্যে কেনা হয় বলে জানায় কেন্দ্র। আরও পড়ুন, সঙ্গে কোভিড-১৯ টেস্টের রিপোর্ট নেই, অন্তঃসত্ত্বাকে ভর্তি নিল না মুম্বইয়ের হাসপাতাল
Are the purposely sending wrong kits to other countries 😡😡High time we should boycott them..we are good enough to make our own things.. https://t.co/gyQx0RxiZN
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 28, 2020
স্বাস্থ্যমন্ত্রকও নিশ্চিত করেছে, আরও কিটের অর্ডার বাতিল করে দেওয়া সত্ত্বেও ভারত এক টাকাও দেয়নি। "আইসিএমআর এই সরবরাহের ক্ষেত্রে কোনও অর্থ প্রদান করেনি। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার কারণে (১০০ শতাংশ অগ্রিম পরিমাণে ক্রয়ের জন্য যাচ্ছিল না), ভারত সরকার এক টাকাও খোয়াতে পারে না," বলে জানায় স্বাস্থ্যমন্ত্রক। ভারতের অর্থনীতি একেই থমকে আছে। এই অবস্থায় অতি দ্রুত বিপুল পরিমাণ কিটের প্রয়োজন। অর্থ নষ্ট না করে এই সময় মুনাফার কথা ভাবা উচিত।