Crescent Moon: আকাশে চমকপ্রদক দৃশ্য। গতকাল, শুক্রবার ভোরে কলকাতা সহ ভারতের বেশিরভাগ অংশ, উত্তর গোলার্ধের বিভিন্ন দেশের আকাশে দেখা গেল এক অপূর্ব দৃশ্য। খালি চোখেই দেখা মিলল চাঁদ (Moon), শুক্র গ্রহ (Venus) এবং উজ্জ্বল তারা রেগুলাসের ( Regulus) এক বিরল ত্রিগ্রহ সংযোগ। ভোরের আকাশে এমন দৃশ্য সহজে দেখা যায় না। ফলে তারামুগ্ধ পর্যবেক্ষকদের মধ্যে চরম উৎসাহের ঝড় উঠেছে। আকাশে সেদিন ভেসে ওঠে ক্ষীয়মাণ বাঁকা চাঁদ, যার আলোকিত অংশ ছিল মাত্র ৫-৬ শতাংশ। পৃথিবীর প্রতিফলিত আলোয় চাঁদকে যেন আরও রহস্যময় দেখাচ্ছিল। ঠিক তার পাশেই ঝলমল করছিল ভেনাস বা শুক্র গ্রহ। শুক্র গ্রহের উজ্জ্বলতা ছিল ম্যাগনিচিউড -৩.৮, যা এটিকে আকাশের সবচেয়ে উজ্জ্বল বিন্দুতে পরিণত করে। আরেক পাশে জ্বলজ্বল করছিল রেগুলাস, ম্যাগনিচিউড ১.৩-এর উজ্জ্বল তারা, যা সিংহ রাশির প্রধান নক্ষত্র হিসেবেই পরিচিত।
রাতের আকাশে মহাজাগতিক মিলন
পূর্ব-উত্তরপূর্ব আকাশে সূর্য ওঠার ঠিক আগে একসঙ্গে পাশাপাশি দেখা গেল এই তিন মহাজাগতিক বস্তু। সারিবদ্ধতা ছিল এতটাই আঁটসাঁট যে, হাত বাড়িয়ে ছোট আঙুলের প্রস্থের চেয়েও কম জায়গায় ধরা দিয়েছে এই মহাজাগতিক মিলন।
দেখুন এই ঘটনার ভিডিও
One of the best naked-eye stargazing sights of the year is on offer to skywatchers this week.
Just before sunrise, the crescent moon, the brilliant planet Venus and the bright star Regulus cluster together on the east-northeast horizon.pic.twitter.com/onItoJZNuO
— Massimo (@Rainmaker1973) September 19, 2025
চাঁদ সরাসরি ঢেকে দেয় শুক্র গ্রহকে
তবে মজার বিষয় হল, দৃশ্যমানতা এক জায়গায় এক রকম ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এটি দেখা গিয়েছে সরল রেখার মতো, আবার পশ্চিম উপকূলে দেখা গিয়েছে ত্রিভুজ আকারে। শুধু তাই নয়, উত্তর-পূর্ব কানাডা, গ্রিনল্যান্ড, পশ্চিম ইউরোপ এবং উত্তর আফ্রিকার কয়েকটি জায়গা থেকে দেখা গিয়েছে আরও বিরল ঘটনা। চাঁদ সরাসরি ঢেকে দিয়েছে শুক্র গ্রহকে, যাকে জ্যোতির্বিজ্ঞানে বলা হয় ‘অকালটেশন’। বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সালের মধ্যে উত্তর গোলার্ধে এটি অন্যতম সেরা তারাদেখা অভিজ্ঞতা ছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে জ্যোতির্বিজ্ঞানীরা, সকলে মুগ্ধ হয়ে গিয়েছেন আকাশের এই অভিনব সাজ দেখে।