দিল্লি, ৮ জুন: গোটা দেশ জুড়ে কমছে করোনা সংক্রমণ (Corona)। গোটা দেশের পাশাপাশি দিল্লিতেও (Delhi) কমছে করোনা সংক্রমণের হার। ফলে দিল্লির বিভিন্ন শ্মশানের কর্মীরা যেন একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে এমনই একটি ছবি উঠে এসেছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের (Corona Second Wave) জেরে দিল্লি এক সময় 'নরকে' পরিণত হয়। একের পর এক হাসপাতালে কোথাও অক্সিজেনের অভাব দেখা দেয়, আবার কখনও শ্মশানের বাইরে লম্বা লাইন দিয়ে বসে থাকতে দেখা যায় মৃতের বাড়ির লোককে। তবে গত ২-৪ দিন ধরে কোভিডে মৃত এমন কাউকে দাহ করতে হয়নি। দিল্লির একটি শ্মশানের (Crematorium) কর্মীরা এমনই দাবি করলেন।
আরও পড়ুন: Rhea Chakraborty: টাইমসের তালিকায় রিয়া চক্রবর্তী, উঠে এলেন কাঙ্খিত মহিলা হয়ে
Delhi | Cremation rate has gone down in national capital, claims crematorium workers.
“There is some relief now than before. We didn’t receive COVID bodies for last 2-4 days. Earlier, we used to cremate 25-27 COVID bodies every day,” says a crematorium worker pic.twitter.com/sx5ZcbfJiv
— ANI (@ANI) June 8, 2021
তাঁদের কথায়, গত ২-৪ দিন ধরে তাঁরা কোভিডে (COVID 19) মৃত এমন কোনও দেহের সৎকাজ করেননি। এর আগে প্রতিদিন তাঁদের ২৫-২৭টি কোভিডে মৃতদেহের সৎকার করতে হত বলে জানান শ্মশানের কর্মীরা। কোভিডে মৃত্যু সংখ্যা কমতে থাকার ফলে আপাতত তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বলেও জানান ওই কর্মী।