প্রতীকী ছবি (Photo Credits: ANI)

জম্মু, ৪ আগস্ট: ভেঙে পড়ার একদিন পরেও নিখোঁজ দুর্ঘটনাগ্রস্ত সেনা হেলিকপ্টার (Crashed Army Helicopter’s Pilot) ধ্রুবের পাইলট ও সহকারী পাইলট৷ গতকাল মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের খাটুয়া জেলার রঞ্জিত সাগর ড্যামে ভেঙে পড়ে ভারতীয় সেনা হেলিকপ্টার ধ্রুব৷ এই দুর্ঘটনার পরে এখনও পর্যন্ত ভারতীয় প্রতিরক্ষার তরফে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের চালক ও সহকারী চালক সুস্থ আছেন সংক্রান্ত তথ্য দিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি৷ ঘটনাস্থল রঞ্জিত সাগর ড্যামের অবস্থান খাটুয়ার বাসোলি এলাকায়৷ এখানেই ভেঙে পড়ে ধ্রুব৷ দুর্ঘটনার খবর পেয়ে কাটুয়া পুলিশ উদ্ধারকাজে ছুটি গিয়েছিল৷ সেই সূত্রেই জানা গেছে যে ধ্রুবের পাইলট ও সহকারী পাইলটের খোঁজ মেলেনি৷ আরও পড়ুন-Tokyo Olympics 2020: কলম্বিয়া প্রতপক্ষকে হারিয়ে কুস্তিতে ৫৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে রবি কুমার

উদ্ধারকারীরা জলাধার থেকে একটি হেলমেট, একটি পিঠুব্যাগ, একজোড়া জুতো উদ্ধার হয়েছে৷ তবে সেখানে নিখোঁজ পাইলট ও সহকারী পাইলটের উপস্থিতির কোনও চিহ্ন নেই৷ অন্ধকার হয়ে যাওয়ায় গতকাল উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছিল৷ আজ সকাল থেকে ফের উদ্ধারকার্য শুরু হবে৷ এমনটাই জানিয়েছেন সেনার এক আধিকারিক৷ পাঞ্জাবের পাঠানকোট থেকে হেলিকপ্টারটি উড়েছিল প্রথমে খুব নিচে দিয়ে যাওয়ার পর ড্যামের জলে ভেঙে পড়ে৷