
কলকাতা, ২৬ মেঃ ধীরে ধীরে ফের বাড়ছে কোভিড সংক্রমণ। হংকং, থাইল্যান্ডের, সিঙ্গাপুরে করোনা আক্রান্তের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। ভারতেও প্রতিদিন একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে কোভিড রোগীর সংখ্যা। দেশের বিভিন্ন রাজ্য থেকে সংক্রমিত রোগীদের খবর আসছে। পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত সাত দিনে রাজ্যে ১৮ জনের কোভিড সংক্রমিত হওয়ার খবর মিলেছে। ৯ মাসের এক শিশুর শরীরে মিলল ভাইরাস। কলকাতা মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি রেখে একরত্তির চিকিৎসা চলছে।
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শিশুটিকে হাসপাতালে করে পরিবার। চিকিৎসা চলাকালীন কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। অক্সিজেন সাপোর্টে রেখে চিকিৎসা চলছে শিশুর। ওই শিশু ছাড়াও কলকাতা মেডিক্যাল কলেজে আরও একজন কোভিড আক্রান্ত ভর্তি রয়েছেন। বছর ৫৫-র এক মহিলাকে হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছে। ১৯ মে তিনি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।
এছাড়াও শহরের বেসরকারি হাসপাতালগুলোও বেশ কিছু কোভিড রোগী ভর্তি রয়েছেন। তবে তাঁদের কারুর অবস্থা আশঙ্কাজনক নয় বলেই জানা যাচ্ছে। তাই স্বাস্থ্য দফতরের তরফে এই মুহূর্তে রাজ্যবাসীকে আতঙ্কিত না হয়ে সাবধান এবং সতর্ক হতে বলা হচ্ছে বারবার করে।
ভারতে এই মুহূর্তে কোভিড আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে কেন্দ্রীয় COVID-19 ড্যাশবোর্ডের তথ্য অনুসারে, দেশজুড়ে মোট সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১,০০৯।