নতুন দিল্লি, ২৮ এপ্রিল: ১৮ বছরের ঊর্ধ্বে সবাই করোনার টিক পাবেন আগামী ১ মে থেকে। আজ বুধবার ২৮ এপ্রিল বিকেল ৪টে থেকে কোউইন পোর্টালে (CoWIN portal), আরোগ্য সেতু অ্যাপ (Aarogya Setu) বা উমাঙ্গ অ্যাপের (UMANG Apps) মাধ্যমে টিকাকরণের জন্য নিজেদের নাম নথিভুক্ত (Vaccine Registration) করাতে পারেন ১৮ বছরের ঊর্ধ্বের যে কোনও নাগরিক। পছন্দের স্লট ও কাছের টিকাকেন্দ্রও নাম নথিভুক্তিকরণের সময়ই জানতে পারবেন।
কীভাবে কোউইন পোর্টালে গিয়ে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করবেন?
- প্রথমে cowin.gov.in ভিসিট করুন।
- মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।
- সেখানে যা যা তথ্যের চাহিদা রয়েছে তা পূরণ করুন।
- এরপর পছন্দমতো সময়ে কাছের টিকাকরণ কেন্দ্রে নিজের নাম নথিভুক্ত করুন
কীভাবে আরোগ্য সেতু অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করবেন?
- আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটি খুলুন এবং হোম স্ক্রিনে উপস্থিত CoWIN ট্যাবে ক্লিক করুন।
- এরপর ‘Vaccination Registration’ এ ক্লিক করুন এবং তারপরে আপনার ফোন নম্বর দিয়ে এন্টার করুন।
- আপনি একটি ওটিপি পাবেন এবং তারপরে ওটিপি এন্টার করে ভেরিফাই করুন।
- ‘Register for Vaccination’ পেজে ফটো আইডি প্রমাণ, নাম, লিঙ্গ এবং জন্মের বছর সহ সমস্ত বিবরণ দিন। এরপর ‘Register’-এ ক্লিক করুন।
- এরপর অ্যাপয়েন্টমেন্টের সময় বেছে নেওয়ার জন্য বিকল্প পাবেন।
- আপনার পিন কোড দিন এবং সার্চ অপশনে ক্লিক করুন। পিন কোডের কেন্দ্রগুলি প্রদর্শিত হবে।
- তারিখ এবং সময় নির্বাচন করুন এবং 'Confirm' এ ক্লিক করুন।
উমাঙ্গ অ্যাপের মাধ্যমে কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
UMANG App-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে UMANG App র হোম পেজে যেতে হবে। সেখান থেকে ‘CoWin’ অপশনটি বেছে নিতে হবে। তারপরে কোউইন অ্যাপে যেভাবে নাম রেজিস্ট্রেশন করতে হয় ঠিক সেইভাবে করতে হবে।
একজন নাগরিক নিজে ছাড়াও আরও তিনজনের নাম নথিভুক্ত করাতে পারেন। এমনকী, টিকাকরণের জন্য নাম নথিভুক্তিকরণের পর তা বাতিলও করা যেত। কো-উইনে নাম নথিভুক্তিকরণে, আধার, প্যান, ভোটার কার্ড, এনপিআর স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পেনশন পাসবই, পাসপোর্ট, এগুলির কোনও একটি সঙ্গে থাকলেই হল। নাম নথিভুক্তিকরণে কোনও টাকা লাগছে না। যদি সরকারি কেন্দ্র থেকে টিকা নেন তাহলে পরেও টাকা লাগবে না। বেসরকারি কেন্দ্র থেকে টিকা নিলে খরচ পড়বে।