প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৮ জানুয়ারি : আগামী সোমবার ১১ জানুয়ারি দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কীভাবে দেশজুড়ে জনসাধারণের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে তা নিয়ে আলোচনা করা হবে। বিকেল ৪টেয় অনুষ্ঠিত হবে এই বৈঠক।

কোভ্যাকসিন এবং কোভিশিল্ড বণ্টন নিয়ে আলোচনা হবে। কয়েকদিন আগেই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI)-র পক্ষ থেকে গণ টিকাকরণের জন্য ছাড় দেওয়া হয়েছে দেশে তৈরি দুই ভ্যাকসিন কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে সিরাম ইনস্টিটিউট তৈরি করেছে কোভিশিল্ড। আর আইসিএমআরকে সঙ্গে নিয়ে কোভ্যাক্সিন তৈরি করেছেন ভারত বায়োটেক। আরও পড়ুন, রাজ্যজুড়ে চলছে করোনা ভ্যাকসিনের মহড়া, নির্দিষ্ট দিনের ব্যবধানে ২টো টিকা দেওয়ার সিদ্ধান্ত

গত শনিবার রাজ্যের তিন জায়গায় ড্রাই রান হয়েছে। বৃহস্পতিবার থেকে যে কারণে সংশ্লিষ্ট কর্মীদের চূড়ান্ত প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছিল। কীভাবে করা হবে ড্রাই রান, তা বুঝিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য দফতরের কর্মীদের। আজ দেশজুড়ে চলছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান (COVID19 Vaccine Dry Run)। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ৭০০ টি জেলায় চলছে ড্ৰাই রান। রাজ্যেও বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চলছে ভ্যাকসিনের মহড়া।