![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2021/12/resize-1-380x214.jpg)
নতুন দিল্লি, ২৫ ডিসেম্বর: জাতির উদ্দেশ ভাষণে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামী বছরের ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকা (Vaccine) দেওয়া শুরু হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধাদের জন্য টিকার বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া শুরু হবে ১০ জানুয়ারি থেকে। যাঁদের কোমর্বিডিটি আছে এবং যাঁদের বয়স ৬০ বছরের বেশি, চিকিৎসকের পরামর্শে তাঁরাও ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ নিতে পারবেন।
এক নজরে প্রধানমন্ত্রীর বক্তব্য়:
- বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণ বাড়ছে
- দেশেও অনেকজন আক্রান্ত।
- যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে তৈরি দেশ।
- কোভিড নিয়ে আতঙ্ক থাকবেন না, সাবধানে, সতর্কে থাকবেন।
- মাস্ক পরুন, সময়ে সময়ে হাত ধুতে হবে। নিয়মিত হাত স্যানিটাইজ করুন। এগুলি ভুললে চলবে না।
- দেশে আইসোলেশন বেড আছে ১৮ লাখ।
- ১ লাখ ৪০ হাজার আইসিইউ বেড আছে।
- ৫ লাখ অক্সিজেন সাপোর্টেড বেড আছে।
- ৯০ হাজার আইসিইউ এবং নন-আইসিইউ বেড রেডি করা আছে শিশুদের জন্য।
- আমাদের ৩ হাজারের বেশি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট রয়েছে, সারা দেশে ৪ লাখ অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।
- রাজ্যগুলিকে জরুরি ওষুধ তৈরির জন্য সাহায্য করা হচ্ছে।
- ভারতে ১৪১ কোটিরও বেশি ডোজ দেওয়া হয়েছে।
- দেশের ৬১ শতাংশ মানুষ সম্পূর্ণ টিকা পেয়েছেন।
- ৯০ শতাংশ একটি ডোজ পেয়েছেন।
- কোভিডের বিরুদ্ধে বিশ্বের প্রথম ডিএনএ টিকা, নাসাল টিকা শীঘ্রই ভারতে দেওয়া শুরু হবে।
- ১৫-১৮ বছর বয়সিদের ৩ জানুয়ারি থেকে টিকা দেওয়া শুরু হবে।
- স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধাদের জন্য টিকার বুস্টার ডোজ।
- যাঁদের কোমর্বিডিটি আছে এবং যাঁদের বয়স ৬০ বছরের বেশি, চিকিৎসকের পরামর্শে তাঁরাও ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ নিতে পারবেন।